www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যুগল কাব্য

১/ অপমান

কেউ অপমান করে খেতে দেয়।
কেউ খাওয়ার পাতে অপমান করে।
কেউ খাইয়ে অপমান করে।

প্রথমজনের স্বভাব খারাপ।
দ্বিতীয়জনের চরিত্র।
তৃতীয়জনের পুরো অস্তিত্বটাই মাটি।

২/ চাচা

সুকান্ত বহু দিন ধরে
ওর কবিতার খাতাটা খুঁজে পাচ্ছিলো না।
ওর বাড়ির লোক চায় ও বিজ্ঞান পড়ুক।
কিছুদিন পরে চাচা এসে ওকে খাতাটা দিয়ে গেল।
চাচার কাছে সবাই কাগজ বেচে।
সুকান্ত এখন চাচার বাড়িতে ওর প্রতিভা লুকিয়ে রাখে !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast