যুগল কাব্য
১/ অপমান
কেউ অপমান করে খেতে দেয়।
কেউ খাওয়ার পাতে অপমান করে।
কেউ খাইয়ে অপমান করে।
প্রথমজনের স্বভাব খারাপ।
দ্বিতীয়জনের চরিত্র।
তৃতীয়জনের পুরো অস্তিত্বটাই মাটি।
২/ চাচা
সুকান্ত বহু দিন ধরে
ওর কবিতার খাতাটা খুঁজে পাচ্ছিলো না।
ওর বাড়ির লোক চায় ও বিজ্ঞান পড়ুক।
কিছুদিন পরে চাচা এসে ওকে খাতাটা দিয়ে গেল।
চাচার কাছে সবাই কাগজ বেচে।
সুকান্ত এখন চাচার বাড়িতে ওর প্রতিভা লুকিয়ে রাখে !
কেউ অপমান করে খেতে দেয়।
কেউ খাওয়ার পাতে অপমান করে।
কেউ খাইয়ে অপমান করে।
প্রথমজনের স্বভাব খারাপ।
দ্বিতীয়জনের চরিত্র।
তৃতীয়জনের পুরো অস্তিত্বটাই মাটি।
২/ চাচা
সুকান্ত বহু দিন ধরে
ওর কবিতার খাতাটা খুঁজে পাচ্ছিলো না।
ওর বাড়ির লোক চায় ও বিজ্ঞান পড়ুক।
কিছুদিন পরে চাচা এসে ওকে খাতাটা দিয়ে গেল।
চাচার কাছে সবাই কাগজ বেচে।
সুকান্ত এখন চাচার বাড়িতে ওর প্রতিভা লুকিয়ে রাখে !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ১৫/১০/২০২০খুব সাবলীল ভাষায় সুন্দর প্রকাশ
-
ফয়জুল মহী ১৪/১০/২০২০লেখা বেশ রূপকাশ্রিত ।
-
ন্যান্সি দেওয়ান ১৪/১০/২০২০দারুন
-
পি পি আলী আকবর ১৪/১০/২০২০সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ১৪/১০/২০২০চমৎকার