স্বাধীনতা আমরা পেয়েছি
স্বাধীনতা আমরা পেয়েছি- এটা অনস্বীকার্য
কিন্তু কতটা ধরে রাখতে পেরেছি তা জানি না।
আকাশে ঘুড়ি উড়িয়ে দিলেই হয় না,
অন্যের সুতোর ধারে সেই ঘুড়ি যাতে কেটে না যায়-
সেইটাই দেখবার।
এতে ব্যক্তির দোষ, মাঞ্জার দোষ; ঘুড়ি বা লাটাই-এর নয়।
কিন্তু আকাশ সদা উদার-
তাতে কাটা ঘুড়িও ওড়ে কত স্বাধীন ভাবে।
কিছু পেতে গেলে সাধনা করতে হয় প্রচুর
কিন্তু তা হারাতে লাগে এক মুহূর্ত।
যিনি সাধনা করে পান কেবল তিনিই বোঝেন পাওয়ার মূল্য,
পাওয়াকে না হারাবার ক্ষমতা রাখেন তিনি।
যিনি সাধনা করেননি তার কাছে পাওয়ার মূল্য
আর হারাবার মূল্য এক।
আগে মানুষ নিজের মাকে ভালোবাসতে শিখুক-
সেই ভালোবাসাই শেখাবে কর্তব্য ও মানবিকতা দেশের মানুষের প্রতি।
দেশ মানে জন্মভূমি নয়, মাতৃভূমি।
স্বাধীনতা মানে শুধু একটি দিবস নয়,
শত শত বিনিদ্র রজনী।
কিন্তু কতটা ধরে রাখতে পেরেছি তা জানি না।
আকাশে ঘুড়ি উড়িয়ে দিলেই হয় না,
অন্যের সুতোর ধারে সেই ঘুড়ি যাতে কেটে না যায়-
সেইটাই দেখবার।
এতে ব্যক্তির দোষ, মাঞ্জার দোষ; ঘুড়ি বা লাটাই-এর নয়।
কিন্তু আকাশ সদা উদার-
তাতে কাটা ঘুড়িও ওড়ে কত স্বাধীন ভাবে।
কিছু পেতে গেলে সাধনা করতে হয় প্রচুর
কিন্তু তা হারাতে লাগে এক মুহূর্ত।
যিনি সাধনা করে পান কেবল তিনিই বোঝেন পাওয়ার মূল্য,
পাওয়াকে না হারাবার ক্ষমতা রাখেন তিনি।
যিনি সাধনা করেননি তার কাছে পাওয়ার মূল্য
আর হারাবার মূল্য এক।
আগে মানুষ নিজের মাকে ভালোবাসতে শিখুক-
সেই ভালোবাসাই শেখাবে কর্তব্য ও মানবিকতা দেশের মানুষের প্রতি।
দেশ মানে জন্মভূমি নয়, মাতৃভূমি।
স্বাধীনতা মানে শুধু একটি দিবস নয়,
শত শত বিনিদ্র রজনী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
MD Rayhan Kazi(Lifetime) ১৩/১০/২০২০দারুন
-
ফয়জুল মহী ১৩/১০/২০২০Very good post
-
আব্দুর রহমান আনসারী ১৩/১০/২০২০সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/১০/২০২০চমৎকার