বাহাদুর
এই মস্ত বাড়িটা সারাদিন আমি আগলে বসে থাকি
কিন্তু এই বাড়িটার একটা ইটও আমার নয় ।
বাড়ির মালিক ও মালকিন ঘুরে বেড়ান যত্রতত্র- দেশেবিদেশে।
আমি পড়ে থাকি এ বাড়ির বাইরে ছোট্ট একটা ঘরে-
চোখে চোখে রাখি এই বাড়িটাকে নিজের আইবুড়ো মেয়ের মতো।
এই বাড়ির ভার আমার স্কন্ধে কিন্তু এই বাড়ির ওপর আমার কোনও অধিকার নেই।
দেখতে দেখতে বাড়িটার ওপর আমার মায়া পড়ে গেল-
এ মায়া কাটানো যায় না।
এই বাড়ির জন্য কোনও দিনও অর্থ ঢালিনি
কিন্তু এই বাড়ি দেখাশুনো করেই অর্থ পাই মাসে মাসে।
আমি বাড়িটাকে ভালোবাসি- এটা আমার কাছে একটা ধাম-
তাই মালিক মালকিন আমাকে বিশ্বাসও করেন।
সেবা করি, সংসারও করি- বলতে পারেন সেবা করে সংসার চালাই।
না, আমি কোনও প্রোমোটার নোই-
আমি সামান্য একজন সিকিউরিটি গার্ড-
পাহাড়ের মানুষ, তাই লোকে ভালোবেসে আমাকে বাহাদুর বলে।
পাহাড়ে একটা ছোট বসতির মধ্যে আমার মাথা গোঁজার ঠাঁই,
বউ বাচ্চা আছে, আছেন বৃদ্ধা মা, টাকা পাঠাই...
সেবা করি বাড়ি পাহারা দিয়ে,
সংসার করি দূরে থেকে।
কিন্তু এই বাড়িটার একটা ইটও আমার নয় ।
বাড়ির মালিক ও মালকিন ঘুরে বেড়ান যত্রতত্র- দেশেবিদেশে।
আমি পড়ে থাকি এ বাড়ির বাইরে ছোট্ট একটা ঘরে-
চোখে চোখে রাখি এই বাড়িটাকে নিজের আইবুড়ো মেয়ের মতো।
এই বাড়ির ভার আমার স্কন্ধে কিন্তু এই বাড়ির ওপর আমার কোনও অধিকার নেই।
দেখতে দেখতে বাড়িটার ওপর আমার মায়া পড়ে গেল-
এ মায়া কাটানো যায় না।
এই বাড়ির জন্য কোনও দিনও অর্থ ঢালিনি
কিন্তু এই বাড়ি দেখাশুনো করেই অর্থ পাই মাসে মাসে।
আমি বাড়িটাকে ভালোবাসি- এটা আমার কাছে একটা ধাম-
তাই মালিক মালকিন আমাকে বিশ্বাসও করেন।
সেবা করি, সংসারও করি- বলতে পারেন সেবা করে সংসার চালাই।
না, আমি কোনও প্রোমোটার নোই-
আমি সামান্য একজন সিকিউরিটি গার্ড-
পাহাড়ের মানুষ, তাই লোকে ভালোবেসে আমাকে বাহাদুর বলে।
পাহাড়ে একটা ছোট বসতির মধ্যে আমার মাথা গোঁজার ঠাঁই,
বউ বাচ্চা আছে, আছেন বৃদ্ধা মা, টাকা পাঠাই...
সেবা করি বাড়ি পাহারা দিয়ে,
সংসার করি দূরে থেকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধূসর প্রাচীর (তাহসিন নাবিল) ০২/১০/২০২০
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৯/২০২০অনিন্দ্য প্রকাশ
-
Md. Rayhan Kazi ৩০/০৯/২০২০অসাধারণ লেখনী
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৯/০৯/২০২০সুন্দর প্রয়াস। একজন সাধারণ মানুষের জীবনোপাখ্যান।
-
ফয়জুল মহী ২৯/০৯/২০২০Wonderful pome
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/০৯/২০২০ভালো
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২৯/০৯/২০২০চমৎকার
মাঝের শূন্যতাটুকুই হলো নিগূঢ় প্রেম যার অন্য অনন্য প্রকাশ এই কবিতায় বেশ পেলাম। ভালো লাগলো খুব!