জল
'কে কল খুলে রেখেছে বাথরুমের ?
ট্যাঙ্কের সব জল শেষ !
এই ভাড়াটে আমি রাখতে চাই না...'।
'মায়ের বয়স হয়েছে।
মা বুঝতে পারেন নি' ।
'আপনার মাকে তাড়ান' ।
বাড়ির মালিকের কথায় ভাড়াটে ভদ্রলোক রেগে গিয়ে
তার মাকে যা ইচ্ছে তাই বললেন।
ওনার মা চুপ করে শুনলেন।
চোখের জল মুছলেন। তারপর গম্ভীর হয়ে গেলেন।
সেই রাতে ওনার মা সব ঘুমের ওষুধ খেয়ে নিলেন...
জলের আরেক নাম জীবন জানি
কিন্তু জীবনের আরেক নামও যে জল তা বুঝলাম।
ট্যাঙ্কের সব জল শেষ !
এই ভাড়াটে আমি রাখতে চাই না...'।
'মায়ের বয়স হয়েছে।
মা বুঝতে পারেন নি' ।
'আপনার মাকে তাড়ান' ।
বাড়ির মালিকের কথায় ভাড়াটে ভদ্রলোক রেগে গিয়ে
তার মাকে যা ইচ্ছে তাই বললেন।
ওনার মা চুপ করে শুনলেন।
চোখের জল মুছলেন। তারপর গম্ভীর হয়ে গেলেন।
সেই রাতে ওনার মা সব ঘুমের ওষুধ খেয়ে নিলেন...
জলের আরেক নাম জীবন জানি
কিন্তু জীবনের আরেক নামও যে জল তা বুঝলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৯/২০২০I am pleased to read such a unique poem
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০৯/২০২০চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৯/২০২০ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৯/২০২০মর্মান্তিক।
-
ফয়জুল মহী ২৪/০৯/২০২০Excellent