কথার কথা
মুখ আছে, তাই মানুষ বলে কথা।
অন্যের কথা মেনে নিতে তা বলে কেন মাথা ব্যথা?
কাক ডেকেছে কার্নিশে বসে, কুকুর ডেকেছে রাস্তায়-
আমি চলছি আমার সুখে, জীবনের মূল্য বিকাব না সস্তায় !
যত বেশি ধরবে, তত বেশি জ্বালা।
মান হুঁশ থাকলেও হতে হবে বোবা কালা !
শুনেছি সময় আর কথা কখনও ফিরে আসে না-
সময়ের তালে চলছি, যাই না খুঁজতে কথার ঠিকানা।
কথাই গড়েছে জীবন-শিল্প, কথাই বাধিয়েছে ভয়াল যুদ্ধ।
কথার বাণেই মানুষ কুপোকাত, কথার ভালোবাসায় উদ্বুদ্ধ।
আমি বলি শোনো নিজের দিলের কথা।
কত কথা উড়বে বাতাসে, মাথা ঘামিওনা অযথা।
তাহলেই সুখী হবে...
নিজের স্নেহে নিজেই বেঁচে রবে !
অন্যের কথা মেনে নিতে তা বলে কেন মাথা ব্যথা?
কাক ডেকেছে কার্নিশে বসে, কুকুর ডেকেছে রাস্তায়-
আমি চলছি আমার সুখে, জীবনের মূল্য বিকাব না সস্তায় !
যত বেশি ধরবে, তত বেশি জ্বালা।
মান হুঁশ থাকলেও হতে হবে বোবা কালা !
শুনেছি সময় আর কথা কখনও ফিরে আসে না-
সময়ের তালে চলছি, যাই না খুঁজতে কথার ঠিকানা।
কথাই গড়েছে জীবন-শিল্প, কথাই বাধিয়েছে ভয়াল যুদ্ধ।
কথার বাণেই মানুষ কুপোকাত, কথার ভালোবাসায় উদ্বুদ্ধ।
আমি বলি শোনো নিজের দিলের কথা।
কত কথা উড়বে বাতাসে, মাথা ঘামিওনা অযথা।
তাহলেই সুখী হবে...
নিজের স্নেহে নিজেই বেঁচে রবে !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ২০/০৯/২০২০তাই করা উচিত
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৯/২০২০বেশ।
-
ফয়জুল মহী ১৯/০৯/২০২০প্রাণবন্ত লেখা । পড়ে ভালো লাগলো।
-
আনাস খান ১৯/০৯/২০২০চমৎকার কাব্যশৈলী ও শব্দের গাঁথুনি। অনন্য সুন্দর কবিতা।