বন্দে মাতরম্
তোমার আমার এসি-তে শুকায়।
কৃষক শ্রমিকের পায়ের তলার মাটি ভেজে।
সেটা পরিশ্রমের ঘাম।
বন্দে মাতরম্।
বড় ঘরের মেয়েকে কেউ দেখলেই দোষ হয়।
রাস্তায় রাস্তায় ঘুরে যে মেয়েটি দু হাত পাতে, তার সর্বনাশ কালে সমাজ চুপ।
সেটা ইজ্জতের দাম।
বন্দে মাতরম্।
স্যুট বুট পরিহিত বা স্কার্ট কোট পরিহিতা সূর্যের মতো উজ্জ্বল।
ভিতের ওপর দাঁড়িয়ে বাড়ি কিন্তু ময়লা কাপড় চাঁদের কলঙ্ক।
সেটা যশ সুনাম।
বন্দে মাতরম্।
বড় বড়ই, ছোট ছোটই।
দেশ যতই হোক প্রিয়, সমাজ নাক ওঁচা।
সেটা বুড়ো ভাম।
বন্দে মাতরম্।
কৃষক শ্রমিকের পায়ের তলার মাটি ভেজে।
সেটা পরিশ্রমের ঘাম।
বন্দে মাতরম্।
বড় ঘরের মেয়েকে কেউ দেখলেই দোষ হয়।
রাস্তায় রাস্তায় ঘুরে যে মেয়েটি দু হাত পাতে, তার সর্বনাশ কালে সমাজ চুপ।
সেটা ইজ্জতের দাম।
বন্দে মাতরম্।
স্যুট বুট পরিহিত বা স্কার্ট কোট পরিহিতা সূর্যের মতো উজ্জ্বল।
ভিতের ওপর দাঁড়িয়ে বাড়ি কিন্তু ময়লা কাপড় চাঁদের কলঙ্ক।
সেটা যশ সুনাম।
বন্দে মাতরম্।
বড় বড়ই, ছোট ছোটই।
দেশ যতই হোক প্রিয়, সমাজ নাক ওঁচা।
সেটা বুড়ো ভাম।
বন্দে মাতরম্।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৯/২০২০ভালো হয়েছে।
-
জাকির হোসেন `বিপ্লব' ১৭/০৯/২০২০প্রাণ বন্ত লেখায় অনুপ্রাণিত
খুব ভাল লেগেছে।।
ভাল থাকবেন প্রিয় কবি।। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৯/২০২০দারুন
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৯/২০২০সঠিক লিখেছেন। বন্দে মাতরম।
-
ফয়জুল মহী ১৭/০৯/২০২০অপূর্ব লিখেছেন