ওদের বিয়ে হয়নি
না, ওদের বিয়ে হয়নি।
ওরা ভালো বন্ধু ছিল-
একসাথে ঘুরতো ফিরতো, খেতো দেতো, গল্প কবিতা পড়তো...
বিয়ের কথা উঠতেই মেয়ের মা বাবা বেঁকে বসলো।
ছেলের ঘর বাড়ি নেই, ভাড়া থাকে।
বন্ধুত্ব পবিত্র জানি, প্রেম শুনেছি আরো পবিত্র-
তবে এর মধ্যে টাকা এল কেন?
তাহলে টাকাই কী সব?
শরৎবাবুর অভাগী কী সত্যিই স্বর্গের দ্বারে পৌঁছতে পেরেছিল?
অবস্থা ভালো না খারাপ- তার ওপরই নির্ভর করে বন্ধুত্ব বা প্রেম-
এটাই স্বাভাবিক।
.....................................................................................
মেয়েটার বিয়ে হয়ে গেছে ভালো জায়গায়। অবস্থাপন্ন ঘরে।
ছেলেটা দূর থেকে দেখলো ওকে, ওর বরকে আর একটা ছোট্ট বাচ্চা সাথে।
এখন অধিকার নেই জিজ্ঞেস করার- কেমন আছিস?
ছেলেটার জন্য ওর মা বাবা পাত্রী দেখছেন।
এখন ওর একটা নিজস্ব ফ্ল্যাট আছে, তবে খুব ছোট।
ওরা ভালো বন্ধু ছিল-
একসাথে ঘুরতো ফিরতো, খেতো দেতো, গল্প কবিতা পড়তো...
বিয়ের কথা উঠতেই মেয়ের মা বাবা বেঁকে বসলো।
ছেলের ঘর বাড়ি নেই, ভাড়া থাকে।
বন্ধুত্ব পবিত্র জানি, প্রেম শুনেছি আরো পবিত্র-
তবে এর মধ্যে টাকা এল কেন?
তাহলে টাকাই কী সব?
শরৎবাবুর অভাগী কী সত্যিই স্বর্গের দ্বারে পৌঁছতে পেরেছিল?
অবস্থা ভালো না খারাপ- তার ওপরই নির্ভর করে বন্ধুত্ব বা প্রেম-
এটাই স্বাভাবিক।
.....................................................................................
মেয়েটার বিয়ে হয়ে গেছে ভালো জায়গায়। অবস্থাপন্ন ঘরে।
ছেলেটা দূর থেকে দেখলো ওকে, ওর বরকে আর একটা ছোট্ট বাচ্চা সাথে।
এখন অধিকার নেই জিজ্ঞেস করার- কেমন আছিস?
ছেলেটার জন্য ওর মা বাবা পাত্রী দেখছেন।
এখন ওর একটা নিজস্ব ফ্ল্যাট আছে, তবে খুব ছোট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৩/০৯/২০২০বেশ ভালো
-
এ কে সুমন ১১/০৯/২০২০বেশ৷
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৯/২০২০ভালো লাগলো।
-
Md. Jahangir Hossain ১০/০৯/২০২০অসাধারণ।
-
ফয়জুল মহী ১০/০৯/২০২০অসামান্য