www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওদের বিয়ে হয়নি

না, ওদের বিয়ে হয়নি।
ওরা ভালো বন্ধু ছিল-
একসাথে ঘুরতো ফিরতো, খেতো দেতো, গল্প কবিতা পড়তো...
বিয়ের কথা উঠতেই মেয়ের মা বাবা বেঁকে বসলো।
ছেলের ঘর বাড়ি নেই, ভাড়া থাকে।
বন্ধুত্ব পবিত্র জানি, প্রেম শুনেছি আরো পবিত্র-
তবে এর মধ্যে টাকা এল কেন?
তাহলে টাকাই কী সব?
শরৎবাবুর অভাগী কী সত্যিই স্বর্গের দ্বারে পৌঁছতে পেরেছিল?
অবস্থা ভালো না খারাপ- তার ওপরই নির্ভর করে বন্ধুত্ব বা প্রেম-
এটাই স্বাভাবিক।

.....................................................................................

মেয়েটার বিয়ে হয়ে গেছে ভালো জায়গায়। অবস্থাপন্ন ঘরে।
ছেলেটা দূর থেকে দেখলো ওকে, ওর বরকে আর একটা ছোট্ট বাচ্চা সাথে।
এখন অধিকার নেই জিজ্ঞেস করার- কেমন আছিস?
ছেলেটার জন্য ওর মা বাবা পাত্রী দেখছেন।
এখন ওর একটা নিজস্ব ফ্ল্যাট আছে, তবে খুব ছোট।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast