মৃত্যুশয্যা
মৃত্যুশয্যায় মানুষ সত্য কথা বলে।
মৃত্যুপথযাত্রী কখনও কথা বলে না মুখ দিয়ে-
অন্তর তার যায় ভিজে অনুশোচনার জলে।
তাই মুমূর্ষুরে শত্রু নেই, বলছি জোর দিয়ে-
মৃত্যুর পর সব শত্রুতা যায় তলিয়ে অতলে।
মানুষে মানুষে বিরোধ জলে স্থলে অন্তরীক্ষে নিজের জায়গা নিয়ে-
'আমি ঠিক', দর্প হারায় মানুষ মৃত্যুর কোলে শুলে।
মুক্তি ছাপিয়ে যায় সকল অজ্ঞানতাকে, খারাপ সব যায় নিয়ে।
মৃত্যুপথযাত্রী কখনও কথা বলে না মুখ দিয়ে-
অন্তর তার যায় ভিজে অনুশোচনার জলে।
তাই মুমূর্ষুরে শত্রু নেই, বলছি জোর দিয়ে-
মৃত্যুর পর সব শত্রুতা যায় তলিয়ে অতলে।
মানুষে মানুষে বিরোধ জলে স্থলে অন্তরীক্ষে নিজের জায়গা নিয়ে-
'আমি ঠিক', দর্প হারায় মানুষ মৃত্যুর কোলে শুলে।
মুক্তি ছাপিয়ে যায় সকল অজ্ঞানতাকে, খারাপ সব যায় নিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাকির হোসেন `বিপ্লব' ০৮/০৯/২০২০একদম সত্য বলেছেন।!। প্রিয় কবিজী।। হার্দিক ভালবাসা জানবেন।।
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৯/২০২০অপূর্ব সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৯/২০২০কথা সত্য।
-
Md. Jahangir Hossain ০৫/০৯/২০২০ভাল লাগলো
-
ফয়জুল মহী ০৫/০৯/২০২০জান পাখিটা একদিন খাঁচা ছেড়ে পালাবে ধরতে পারবো না । তাই সাবধান থাকা ভালা