অভিযোগ
নতুন বউ শ্বশুর বাড়িতে সঠিক যত্ন পায়নি।
কারণ ওর বাবা পণ-এর পুরো টাকা দেয়নি।
শ্বশুর হেটা দিতো, 'তোর বাপ পুরোপুরি অচল' ।
শাশুড়ি ভাতের থালায় ঢেলে দিতো এক ঘটি জল।
যাকে ভালোবেসে ও সব ছেড়ে এলো,
সেও বুঝলো না ওর মন্দ ভালো।
বাবা মা-এর মিথ্যে অভিযোগে
লক্ষ্মী মেয়েটাকে উচিত শিক্ষা দিলো, ও সহ্য করলো মুখ বুজে।
থানা পুলিশ ডাকলো পাড়ার লোক,
আদালতেই সকল সমস্যার সমাধান হোক।
সিঁদুর বাঁচাতে হবেই।
ও বললো, 'আমার কোনও অভিযোগ নেই' ।
ভাঙা মন্দির জোড়া গেলেও,
ভাঙা সংসার জোড়া লাগাতে পারেনি কেহ।
কারণ ওর বাবা পণ-এর পুরো টাকা দেয়নি।
শ্বশুর হেটা দিতো, 'তোর বাপ পুরোপুরি অচল' ।
শাশুড়ি ভাতের থালায় ঢেলে দিতো এক ঘটি জল।
যাকে ভালোবেসে ও সব ছেড়ে এলো,
সেও বুঝলো না ওর মন্দ ভালো।
বাবা মা-এর মিথ্যে অভিযোগে
লক্ষ্মী মেয়েটাকে উচিত শিক্ষা দিলো, ও সহ্য করলো মুখ বুজে।
থানা পুলিশ ডাকলো পাড়ার লোক,
আদালতেই সকল সমস্যার সমাধান হোক।
সিঁদুর বাঁচাতে হবেই।
ও বললো, 'আমার কোনও অভিযোগ নেই' ।
ভাঙা মন্দির জোড়া গেলেও,
ভাঙা সংসার জোড়া লাগাতে পারেনি কেহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৫/০৯/২০২০অনবদ্য লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৯/২০২০অনবদ্য ভাবনাময় উপস্থাপন প্রিয় কবি।
-
অমিতাভ স্বর্ণকার ০৪/০৯/২০২০পারিবারিক কলহে মানসিকতাকে বিশৃঙ্খল করে তোলে এর ফলে কোনো কিছুই জোড়া লাগে না কোনো কিছুই গড়ে ওঠে না।
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৯/২০২০ভালো লাগল আপনার লেখনী
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৯/২০২০সুন্দর!
-
ফয়জুল মহী ০৩/০৯/২০২০Very good post
-
অমিতাভ স্বর্ণকার ০৩/০৯/২০২০অসাধারণ কবিতা পরলাম