উদ্ধার হওয়া যাত্রী
হঠাৎ একটা বিকট শব্দ !
তারপর শূন্যে ভাসা,
তারপর জলে হাবুডুবু...
সাঁতার জানতাম তাই বেঁচে ফিরে আসা।
আপসোস কারোকে বাঁচাতে পারিনি-
আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল কত হাত !
ফাঁসি হোক ওই শয়তানটার- যেটা মোবাইলে হাসতে হাসতে ওভারটেক করছিল।
কান দেয়নি কারো কথায়। তারপর রেলিং ভেঙে নদীতে ঝপাৎ...
আমি বেঁচে ফিরে এলাম
কিন্তু ওরা কেউ ফিরলো না।
এই এক দিনেই কী সকলের মৃত্যু লেখা ছিল?
একটা মূর্খ কতগুলো জীবনকে হাসতে দিল না !
তারপর শূন্যে ভাসা,
তারপর জলে হাবুডুবু...
সাঁতার জানতাম তাই বেঁচে ফিরে আসা।
আপসোস কারোকে বাঁচাতে পারিনি-
আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল কত হাত !
ফাঁসি হোক ওই শয়তানটার- যেটা মোবাইলে হাসতে হাসতে ওভারটেক করছিল।
কান দেয়নি কারো কথায়। তারপর রেলিং ভেঙে নদীতে ঝপাৎ...
আমি বেঁচে ফিরে এলাম
কিন্তু ওরা কেউ ফিরলো না।
এই এক দিনেই কী সকলের মৃত্যু লেখা ছিল?
একটা মূর্খ কতগুলো জীবনকে হাসতে দিল না !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৭/০৮/২০২০মুগ্ধতা একরাশ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৬/০৮/২০২০কষ্টের প্রকাশ।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৮/২০২০অদ্ভুত!
-
কে. পাল ২৫/০৮/২০২০Valo
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৮/২০২০নিপুনতায় ভরপুর
-
ফয়জুল মহী ২৫/০৮/২০২০সুনিপুন প্রকাশ।