খেলার সাথী
ছেলেবেলায় খেলতাম খুব-
লুকোচুরি, কুমির ডাঙা, কানামাছি...
শান্ত ছিলাম, তাই দামাল ছেলেদের সাথে বনতো না।
মনে হতো শান্ত মেয়েদের সাথেই শান্তিতে বাঁচি !
এখন খেলার সাথী সব হারিয়ে গেছে
কিন্তু তার জন্য হারাইনি আমি চোখ বুজে।
শান্তি হারাবার কারণ একটাই:
এখনও জীবন সাথী পাইনি খুঁজে !
জীবনটা ছেলেখেলা নয়,
অথচ খেলা ছাড়া জীবন অচল।
একা বাঁচার লড়াই এখানে শিখতে হয়,
অথচ সাথী ছাড়া শান্তি চঞ্চল।
লুকোচুরি, কুমির ডাঙা, কানামাছি...
শান্ত ছিলাম, তাই দামাল ছেলেদের সাথে বনতো না।
মনে হতো শান্ত মেয়েদের সাথেই শান্তিতে বাঁচি !
এখন খেলার সাথী সব হারিয়ে গেছে
কিন্তু তার জন্য হারাইনি আমি চোখ বুজে।
শান্তি হারাবার কারণ একটাই:
এখনও জীবন সাথী পাইনি খুঁজে !
জীবনটা ছেলেখেলা নয়,
অথচ খেলা ছাড়া জীবন অচল।
একা বাঁচার লড়াই এখানে শিখতে হয়,
অথচ সাথী ছাড়া শান্তি চঞ্চল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৮/২০২০অপূর্ব
-
গাজী তারেক আজিজ ২২/০৮/২০২০হ হ ঠিক ঠিক
-
Md. Jahangir Hossain ২২/০৮/২০২০ঠিক লিখেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৮/২০২০স্মৃতিময় কথন।
-
পি পি আলী আকবর ২২/০৮/২০২০Right
-
ফয়জুল মহী ২২/০৮/২০২০Right. Best wishes