সম্পর্কের অর্থ কী
ও স্বাবলম্বী নয়,
তাই ওর স্বামী রোজ খাওয়ার খোঁটা দেয়।
ওর বাবার বাড়ি নেই, শ্বশুর বাড়িতে থাকে,
তাই ঘর জামাই সোনার পাথর বাটিতে রোজ ভাত খায়।
অর্থের সম্পর্ক প্রেমে আসে না
কিন্তু অর্থই সম্পর্কের মধ্যে অনর্থ ঘটায়।
ভালোবাসা অমর হলেও
সম্পর্ক কোনও এক চোরাবালিতে ডুবে যায়।
তাই ওর স্বামী রোজ খাওয়ার খোঁটা দেয়।
ওর বাবার বাড়ি নেই, শ্বশুর বাড়িতে থাকে,
তাই ঘর জামাই সোনার পাথর বাটিতে রোজ ভাত খায়।
অর্থের সম্পর্ক প্রেমে আসে না
কিন্তু অর্থই সম্পর্কের মধ্যে অনর্থ ঘটায়।
ভালোবাসা অমর হলেও
সম্পর্ক কোনও এক চোরাবালিতে ডুবে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২১/০৮/২০২০Bess
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৮/২০২০ভালো।
-
মোঃ মাহাবুবুর রহমান পথিক ২০/০৮/২০২০কথা যথার্থ কহিলেন কবি
-
ফয়জুল মহী ২০/০৮/২০২০Very good post
-
আব্দুর রহমান আনসারী ২০/০৮/২০২০চরম বাস্তবতা