হাসি
অনেক সময় মুখে হাসি লেগে থাকে
কিন্তু মন থেকে হাসি না।
আমার হাসি দেখে মানুষও হাসে, খুশি হয়
কিন্তু কেউ জানতে চায় না অন্তরের কথা।
আমি বুঝতে দিই না কারোকে
যে আমার ভিতরে আরেকটা আমি ছোট হচ্ছে দিনরাত,
পাছে লোকে মজা করে।
তাহলে মুখের হাসিটুকুও মারা যাবে নির্ঘাত।
মুখের হাসি মারা গেলে
বেঁচে থাকাই দায়।
তখন মানুষকে নয়,
নিজেকে দেখলেই লাগবে ভয়!
কিন্তু মন থেকে হাসি না।
আমার হাসি দেখে মানুষও হাসে, খুশি হয়
কিন্তু কেউ জানতে চায় না অন্তরের কথা।
আমি বুঝতে দিই না কারোকে
যে আমার ভিতরে আরেকটা আমি ছোট হচ্ছে দিনরাত,
পাছে লোকে মজা করে।
তাহলে মুখের হাসিটুকুও মারা যাবে নির্ঘাত।
মুখের হাসি মারা গেলে
বেঁচে থাকাই দায়।
তখন মানুষকে নয়,
নিজেকে দেখলেই লাগবে ভয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৫/০৮/২০২০অসাধারণ লেখনী
-
কে এম শাহ্ রিয়ার ১৪/০৮/২০২০অসাধারণ হয়েছে!
-
অমিতাভ স্বর্ণকার ১৩/০৮/২০২০বাহঃ! বেশ
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৮/২০২০সুন্দর
-
এম. মাহবুব মুকুল ১৩/০৮/২০২০দারুণ ভাবনা। অসাধারণ িপ্রয় কিব।
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৮/২০২০যথার্থ ভাবনাময় উপস্থাপন।
-
সুমাইয়া হোসেন সুরভী ১৩/০৮/২০২০অসাধারণ একটি লেখা।
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৮/২০২০বাস্তব চিত্র।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৮/২০২০দারুন
-
ফয়জুল মহী ১৩/০৮/২০২০চমৎকার এই লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ ।