ভাই
ও হাতিয়েছিল বাবার সব সম্পত্তি,
আগুন লাগিয়েছিল আমার ঘরে...
আমি ভিটে মাটি ছেড়ে চলে আসি।
রক্ত সম্পর্ক গড়ে না, সম্পর্ক নষ্ট করে !
অপমান অভিমান সব ক্ষোভ হয়ে দেখা দিল নিশাচর পেঁচার মতো।
ভাই কিন্তু ভোগ করতে পারলো না-
ভাই-এর বউ কার হাত ধরে কোথায় যেন চলে গেল:
ভাই-এর ছেলেটাকে- রক্তের লোভ নয়, টান- বুকে আগলে রাখে এই দাদা।
নিজের হাতে ভাই-এর মুখে আগুন দিলাম,
বললাম, ওর আত্মা শান্তি পাক।
ছেলেটা ছোট, ঘরে বসে কাঁদছিল, আমি তখন শ্মশানে।..
চিতার আগুনে সব আক্ষেপ মিটে যাক।
ভিটে মাটি হারালাম, ভাইকেও পেলাম না।
দলাদলির জন্ম ঘরে, ময়দানে বড় হয়ে ওঠা...
আমি সরল, তাই রাজনীতি মুখ ফেরায়।
একটা অবোধ শিশুকে মানুষ করে তুলবো, সমাজকে দিয়েছি কথা।
আগুন লাগিয়েছিল আমার ঘরে...
আমি ভিটে মাটি ছেড়ে চলে আসি।
রক্ত সম্পর্ক গড়ে না, সম্পর্ক নষ্ট করে !
অপমান অভিমান সব ক্ষোভ হয়ে দেখা দিল নিশাচর পেঁচার মতো।
ভাই কিন্তু ভোগ করতে পারলো না-
ভাই-এর বউ কার হাত ধরে কোথায় যেন চলে গেল:
ভাই-এর ছেলেটাকে- রক্তের লোভ নয়, টান- বুকে আগলে রাখে এই দাদা।
নিজের হাতে ভাই-এর মুখে আগুন দিলাম,
বললাম, ওর আত্মা শান্তি পাক।
ছেলেটা ছোট, ঘরে বসে কাঁদছিল, আমি তখন শ্মশানে।..
চিতার আগুনে সব আক্ষেপ মিটে যাক।
ভিটে মাটি হারালাম, ভাইকেও পেলাম না।
দলাদলির জন্ম ঘরে, ময়দানে বড় হয়ে ওঠা...
আমি সরল, তাই রাজনীতি মুখ ফেরায়।
একটা অবোধ শিশুকে মানুষ করে তুলবো, সমাজকে দিয়েছি কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১০/০৮/২০২০অসাধারণলেখনী
-
মোঃ মাহাবুবুর রহমান পথিক ১০/০৮/২০২০ভাই বড় ধন রক্তের বাধন।
-
কে. পাল ০৯/০৮/২০২০ভালো
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৮/২০২০ভালোলাগল
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৮/২০২০ভালো লাগলো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৮/২০২০খুব ভালো লাগলো