পার্টি
পার্টি হল: কিছু অতিথি এলেন, অনেকেই এলেন না
কারণ যিনি পার্টি দিয়েছিলেন, তিনি মুখোশ পরা একজন মানুষ-
তার ভালোলাগা ভালোবাসা আছে,
তাই সকলকে নিয়ে তিনি চলতে পারেন না
কিন্তু সকলের কাছে তিনি নিজের মান রাখেন।
আমি অনেক জায়গায় নিমন্ত্রণ পাইনি,
নিমন্ত্রণও করিনি অনেককে।
জীবনটা একটা পার্টি: সংকীর্ণতাই তাকে আলাদা করে |
এক আকাশের নীচে থাকি সকলে কিন্তু তাকে ছুঁতে পারি না-
সে ছড়ানো সর্বত্র কিন্তু আমাদের ভিতরে নয়।
কারণ যিনি পার্টি দিয়েছিলেন, তিনি মুখোশ পরা একজন মানুষ-
তার ভালোলাগা ভালোবাসা আছে,
তাই সকলকে নিয়ে তিনি চলতে পারেন না
কিন্তু সকলের কাছে তিনি নিজের মান রাখেন।
আমি অনেক জায়গায় নিমন্ত্রণ পাইনি,
নিমন্ত্রণও করিনি অনেককে।
জীবনটা একটা পার্টি: সংকীর্ণতাই তাকে আলাদা করে |
এক আকাশের নীচে থাকি সকলে কিন্তু তাকে ছুঁতে পারি না-
সে ছড়ানো সর্বত্র কিন্তু আমাদের ভিতরে নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৮/২০২০সুন্দর!
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২০নিপুণ রচনাশৈলী
ভীষণ ভালো লাগলো। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৮/২০২০ভালো
-
পি পি আলী আকবর ০৪/০৮/২০২০ভালোই