www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পার্টি

পার্টি হল: কিছু অতিথি এলেন, অনেকেই এলেন না
কারণ যিনি পার্টি দিয়েছিলেন, তিনি মুখোশ পরা একজন মানুষ-
তার ভালোলাগা ভালোবাসা আছে,
তাই সকলকে নিয়ে তিনি চলতে পারেন না
কিন্তু সকলের কাছে তিনি নিজের মান রাখেন।

আমি অনেক জায়গায় নিমন্ত্রণ পাইনি,
নিমন্ত্রণও করিনি অনেককে।

জীবনটা একটা পার্টি: সংকীর্ণতাই তাকে আলাদা করে |
এক আকাশের নীচে থাকি সকলে কিন্তু তাকে ছুঁতে পারি না-
সে ছড়ানো সর্বত্র কিন্তু আমাদের ভিতরে নয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast