আজ্ঞে হ্যাঁ
'তুমি সময় মতো কাজে আসো না,
তাই তোমার বেতন থেকে একশো টাকা কাটবো' ।
'আজ্ঞে হ্যাঁ' ।
'তুমি মন দিয়ে কাজ করো না,
তাই তোমার বেতন থেকে আরো একশো টাকা কাটবো' ।
'আজ্ঞে হ্যাঁ' ।
'তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ করো না,
তাই তোমার বেতন থেকে আরো একশো টাকা কাটবো' ।
'আজ্ঞে হ্যাঁ' ।
'কিন্তু তুমি তো রোজ ঠিক সময় মতোই কাজে আসো,
মন দিয়ে বেশ কাজও করো,
বেশ পরিষ্কারও থাকো...'
'আজ্ঞে হ্যাঁ' ।
'পুরো বেতনটাই নাও, আর শোনো,
যে কাজই করো না কেন, মাথা তুলে দাঁড়াও'।
'আজ্ঞে হ্যাঁ' ।
তাই তোমার বেতন থেকে একশো টাকা কাটবো' ।
'আজ্ঞে হ্যাঁ' ।
'তুমি মন দিয়ে কাজ করো না,
তাই তোমার বেতন থেকে আরো একশো টাকা কাটবো' ।
'আজ্ঞে হ্যাঁ' ।
'তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ করো না,
তাই তোমার বেতন থেকে আরো একশো টাকা কাটবো' ।
'আজ্ঞে হ্যাঁ' ।
'কিন্তু তুমি তো রোজ ঠিক সময় মতোই কাজে আসো,
মন দিয়ে বেশ কাজও করো,
বেশ পরিষ্কারও থাকো...'
'আজ্ঞে হ্যাঁ' ।
'পুরো বেতনটাই নাও, আর শোনো,
যে কাজই করো না কেন, মাথা তুলে দাঁড়াও'।
'আজ্ঞে হ্যাঁ' ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ খসরুল আলম মানিক ৩০/০৭/২০২০বর্তমান মেরুদন্ডহীন আমরা!
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৭/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ৩০/০৭/২০২০লেখা পড়ে বিমোহিত হলাম।
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৭/২০২০বেশ সুন্দর