দশমীর বিদায়
এত কিছু ছেড়ে আসা:
বাড়ি ঘর, মা বাবা ভাই বোন, মেয়েবেলা, নারী হয়ে ওঠা...
অর্থের লোভে নয়, ভোগের লোভে নয়, নাম যশ কোনও কিছুই নয়- তবে কী ?
জীবনের বাকি পথ হাত ধরে চলা একসাথে-
সাঁতার জানলে একসাথে তীরে ওঠা
আর না জানলে একসাথে ডুবে মরা।
দশমীর বিদায়ের শূন্যতা যেন হৃদয়ে বয়ে বেড়াতে না হয়।
বাড়ি ঘর, মা বাবা ভাই বোন, মেয়েবেলা, নারী হয়ে ওঠা...
অর্থের লোভে নয়, ভোগের লোভে নয়, নাম যশ কোনও কিছুই নয়- তবে কী ?
জীবনের বাকি পথ হাত ধরে চলা একসাথে-
সাঁতার জানলে একসাথে তীরে ওঠা
আর না জানলে একসাথে ডুবে মরা।
দশমীর বিদায়ের শূন্যতা যেন হৃদয়ে বয়ে বেড়াতে না হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ২৯/০৭/২০২০খুব সুন্দর
-
ফয়জুল মহী ২৮/০৭/২০২০Very good
-
সুলতান মাহমুদ ২৮/০৭/২০২০nice