গান্ধীজির হাজত বাস
সত্যাগ্রহীর সত্যনিষ্ঠায় ঋজু মেরুদন্ড,
আইনের মাথা নত।
স্নেহধন্যা ধরিত্রীর বুকে
ঔপনিবেশিকতার গভীর ক্ষত।।
বন্দি সংগ্রামী,
তবু মুক্ত সংগ্রাম।
স্বাধীনতা নদীর স্রোত,
লক্ষ জীবনের দাম ।।
মানুষকে রেখেছে বেঁধে,
বাঁধা কী যায় সত্তা।
তাঁর চরণে বলি দেবে
হাজারও প্রাণ, বলেছেন সৃষ্টিকর্তা ।।
সূর্যের দিকে চোখ
যায় নাকো মেলা।
সত্যের সাথে আজ
আইনের খেলা ।।
আইনের মাথা নত।
স্নেহধন্যা ধরিত্রীর বুকে
ঔপনিবেশিকতার গভীর ক্ষত।।
বন্দি সংগ্রামী,
তবু মুক্ত সংগ্রাম।
স্বাধীনতা নদীর স্রোত,
লক্ষ জীবনের দাম ।।
মানুষকে রেখেছে বেঁধে,
বাঁধা কী যায় সত্তা।
তাঁর চরণে বলি দেবে
হাজারও প্রাণ, বলেছেন সৃষ্টিকর্তা ।।
সূর্যের দিকে চোখ
যায় নাকো মেলা।
সত্যের সাথে আজ
আইনের খেলা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৪/০৭/২০২০দারুন ভাবপ্রকাশ
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৭/২০২০সুন্দর!