স্রষ্টা ও সৃষ্টি
সৃষ্টি কী স্রষ্টার অনুগত?
প্রাকৃতিক নিয়ম তো তাই বলে।
মানব প্রকৃতি এত ভয়াল যে
তা নিধন করতে পারে প্রকৃতি
লোভের বশবর্তী হয়ে...
ক্ষমতা অট্টহাস্য করে।
শাহাজাহান ফ্যালফ্যাল করে চেয়ে দেখেন তাজমহল,
পারেন না বেরিয়ে আসতে লোহার গারদ থেকে।
বিহারে তাজমহল নেই,
যমুনার জল এখান দিয়ে বয় না।
তবু আছে ফ্যালফ্যাল চাউনি!
ক্ষমতা অট্টহাস্য করে...
প্রকৃতি রাতের অন্ধকারে চোখ বোজেন!
স্রষ্টা আজ হিমঘরে শীতঘুমে আচ্ছন্ন,
ভাঙা সাইকেলে মরচে ধরে গেছে,
সৃষ্টি এগিয়ে চলেন ক্ষমতার আঁকাবাঁকা পথ বেয়ে...
প্রাকৃতিক নিয়ম তো তাই বলে।
মানব প্রকৃতি এত ভয়াল যে
তা নিধন করতে পারে প্রকৃতি
লোভের বশবর্তী হয়ে...
ক্ষমতা অট্টহাস্য করে।
শাহাজাহান ফ্যালফ্যাল করে চেয়ে দেখেন তাজমহল,
পারেন না বেরিয়ে আসতে লোহার গারদ থেকে।
বিহারে তাজমহল নেই,
যমুনার জল এখান দিয়ে বয় না।
তবু আছে ফ্যালফ্যাল চাউনি!
ক্ষমতা অট্টহাস্য করে...
প্রকৃতি রাতের অন্ধকারে চোখ বোজেন!
স্রষ্টা আজ হিমঘরে শীতঘুমে আচ্ছন্ন,
ভাঙা সাইকেলে মরচে ধরে গেছে,
সৃষ্টি এগিয়ে চলেন ক্ষমতার আঁকাবাঁকা পথ বেয়ে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৫/২০২২ভালো লেখা
-
অনিতা মুদি ২৭/০৭/২০২০অতিব উত্তমম্
-
Md. Rayhan Kazi ১৭/০৭/২০২০বাহ্ চমৎকার
-
পি পি আলী আকবর ১৭/০৭/২০২০ভালো
-
কে. পাল ১৬/০৭/২০২০ভাল
-
ফয়জুল মহী ১৬/০৭/২০২০খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর উপস্থাপন অনেক ভালোলাগা রেখে গেলাম ll