নষ্ট
আর পাঁচটা মেয়ের মতো
ছিলাম আমি সুখে।
স্বামীর সোহাগের ডাল ভাত
বেশ তুলছিলাম মুখে।
হঠাৎ ভোগের লিপ্সায় ওর দুটো কালো চোখ
আমায় দেখে বিকৃত হাসি হাসে।
থানায় জানালাম, কিন্তু স্বামী বললো,
'ভাই গেলে ভাই মেলে কই; তবে খারাপ বউ গেলে ভালো বউ সহজেই আসে!
ছেড়ে চলে গেলাম ঘর সংসার।
জানবো এবার পুরুষের মন।
নিজের ইচ্ছায় কেউ ধর্ষিতা হয় না,
তবুও সে সমাজের চোখে নষ্ট একজন।
একই শয্যায় কাটালে বিনিদ্র রজনী,
মন সত্যিই জানা যায়।
মুখ গুলো আলাদা হলে কী হবে,
সকল পুরুষকে একই মনে হয়!
ধর্ষিতা হওয়ার পর সমাজ যা বলতো আমায়,
এখনও ঠিক তেমনটাই বলে, 'নষ্ট মেয়ে' ।
কিছু না করে দোষী হওয়ার থেকে,
নষ্ট হয়ে তাকে দিই দেখিয়ে।
ছিলাম আমি সুখে।
স্বামীর সোহাগের ডাল ভাত
বেশ তুলছিলাম মুখে।
হঠাৎ ভোগের লিপ্সায় ওর দুটো কালো চোখ
আমায় দেখে বিকৃত হাসি হাসে।
থানায় জানালাম, কিন্তু স্বামী বললো,
'ভাই গেলে ভাই মেলে কই; তবে খারাপ বউ গেলে ভালো বউ সহজেই আসে!
ছেড়ে চলে গেলাম ঘর সংসার।
জানবো এবার পুরুষের মন।
নিজের ইচ্ছায় কেউ ধর্ষিতা হয় না,
তবুও সে সমাজের চোখে নষ্ট একজন।
একই শয্যায় কাটালে বিনিদ্র রজনী,
মন সত্যিই জানা যায়।
মুখ গুলো আলাদা হলে কী হবে,
সকল পুরুষকে একই মনে হয়!
ধর্ষিতা হওয়ার পর সমাজ যা বলতো আমায়,
এখনও ঠিক তেমনটাই বলে, 'নষ্ট মেয়ে' ।
কিছু না করে দোষী হওয়ার থেকে,
নষ্ট হয়ে তাকে দিই দেখিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৫/০৭/২০২০লেখনীতে মুগ্ধতা দিয়ে ভরিয়ে দিয়েছেন প্রিয়
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ১৫/০৭/২০২০ভালো।
-
ফয়জুল মহী ১৪/০৭/২০২০অনন্য সুন্দর কাব্য
-
পি পি আলী আকবর ১৪/০৭/২০২০ভালো
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৭/২০২০অনবদ্য ভাবনাময় উপস্থাপন।