এবার পুজোয় বাড়ি ফেরা
এক বছর পর এবার পুজোয় ফিরবো বাড়ি।
কাশের সাদা দিয়েছে ধুয়ে বুকের আঁধার।
তুলোর মতো শরতের মেঘ মনের আনন্দে ঘুরে
বেড়ায় মনের ভিতর।
ঢাকের কাঠি পড়েছে ঢাকে,
শরীর নাচে ছন্দে তালে ।
মা বাবাকে দেখবো এক বছর পর-
কাছের মানুষকে কাছে পাওয়া মানে
এক যুগ মানবহীন দ্বীপে নির্বাসনে থাকার পর
লোকালয়ে পদার্পন করা।
আমি ফিরছি বাড়ি, আমি ফিরবো বাড়ি
সকল প্রতিকূলতাকে অতিক্রম করে-
মাঝি যেমন এপার থেকে ওপারে নিয়ে চলে ডিঙা
ঝড়কে উপেক্ষা করে।
চেনা নিঃশ্বাস, চেনা ঘাম, চেনা গন্ধ, চেনা স্বর...
মেখে নেবো গায়ে যেমন
সকালের শিশির ভেজায় ঘাসের শুকনো জীবন
অথবা সকালের সূর্যোদয় ভেজায় মানুষের শুকনো মানবতা।
কাশের সাদা দিয়েছে ধুয়ে বুকের আঁধার।
তুলোর মতো শরতের মেঘ মনের আনন্দে ঘুরে
বেড়ায় মনের ভিতর।
ঢাকের কাঠি পড়েছে ঢাকে,
শরীর নাচে ছন্দে তালে ।
মা বাবাকে দেখবো এক বছর পর-
কাছের মানুষকে কাছে পাওয়া মানে
এক যুগ মানবহীন দ্বীপে নির্বাসনে থাকার পর
লোকালয়ে পদার্পন করা।
আমি ফিরছি বাড়ি, আমি ফিরবো বাড়ি
সকল প্রতিকূলতাকে অতিক্রম করে-
মাঝি যেমন এপার থেকে ওপারে নিয়ে চলে ডিঙা
ঝড়কে উপেক্ষা করে।
চেনা নিঃশ্বাস, চেনা ঘাম, চেনা গন্ধ, চেনা স্বর...
মেখে নেবো গায়ে যেমন
সকালের শিশির ভেজায় ঘাসের শুকনো জীবন
অথবা সকালের সূর্যোদয় ভেজায় মানুষের শুকনো মানবতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১১/০৭/২০২০অসাধারণ লেখনী
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৭/২০২০চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৭/২০২০অপূর্ব এক অনুভূতি।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৭/২০২০মনোরম।
-
ফয়জুল মহী ০৯/০৭/২০২০মনোরম ও মহনীয় লেখা .
-
রেদোয়ান আহমেদ ০৯/০৭/২০২০দারুণ