গল্প নয় অপ্রিয় সত্য
বিয়ে করেছিলাম ভালোবেসে-
সংসার চলছিল বেশ হেসে খেলে |
হঠাৎ স্বামীর ব্যবসায় টানাপোড়েন-
টাকা পয়সা সব গেল চলে |
স্বামীর কথায় তার পাশে দাঁড়ালাম-
বেচে দিলাম নিজের মান, নিজের মাংস |
একে একে সব এল ফিরে-
স্থাপিত হল, যা হয়েছিল ধ্বংস |
আমি এখন নীল পরী নায়িকা |
স্বামী আমার টাকায় খায় |
ও এখন বাবা হওয়ার জন্য ব্যাকুল |
বলুন না, সন্তানকে কী এ মুখ দেখানো যায়!
ফিরে আসার আর কোনও পথ নেই |
আমি করেছি প্রচুর নাম
কিন্তু স্বামী এখন হাত কামড়ায়-
চিঠি ঘোরে এ হাত থেকে ও হাত, স্বামীর হাতে শূন্য খাম!
সংসার চলছিল বেশ হেসে খেলে |
হঠাৎ স্বামীর ব্যবসায় টানাপোড়েন-
টাকা পয়সা সব গেল চলে |
স্বামীর কথায় তার পাশে দাঁড়ালাম-
বেচে দিলাম নিজের মান, নিজের মাংস |
একে একে সব এল ফিরে-
স্থাপিত হল, যা হয়েছিল ধ্বংস |
আমি এখন নীল পরী নায়িকা |
স্বামী আমার টাকায় খায় |
ও এখন বাবা হওয়ার জন্য ব্যাকুল |
বলুন না, সন্তানকে কী এ মুখ দেখানো যায়!
ফিরে আসার আর কোনও পথ নেই |
আমি করেছি প্রচুর নাম
কিন্তু স্বামী এখন হাত কামড়ায়-
চিঠি ঘোরে এ হাত থেকে ও হাত, স্বামীর হাতে শূন্য খাম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার ০২/০৮/২০২০খুব ভালো
-
কে এম শাহ্ রিয়ার ০১/০৭/২০২০চমৎকার লাগলো!
-
Md. Rayhan Kazi ৩০/০৬/২০২০মুগ্ধতা একরাশ
-
রূপক কুমার রক্ষিত ৩০/০৬/২০২০বস্তুনিষ্ঠ উপস্থাপনা।।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/০৬/২০২০অসাধারন
-
ফয়জুল মহী ৩০/০৬/২০২০সুনিপুণ ও বস্তুনিষ্ঠ প্রকাশ
-
পি পি আলী আকবর ৩০/০৬/২০২০সুন্দর