মোষ চোর
সেদিন ছিল শক্তি পুজো |
মাসির বাড়িতে নিমন্ত্রণ |
মায়ের হাত ধরে দিয়েছিল পাড়ি অন্য গ্রামে
সুঠাম তরুণ গোবরডাঙার বাবন |
কিন্তু তার কী অপরাধ?
গৃহস্থের মোষ করেছে সে চুরি-
মা কালীর পুজোয় দেবে বলে বলি |
রাজনীতির রঙে মোড়া মোড়ল জনতাকে দেয় সুড়সুড়ি |
'বাবান নির্দোষ, ওকে ছেড়ে দাও',
চিৎকার করছেন মা আর মাসি |
মোড়লের কথায় জনতা তাকে জ্যান্ত পুঁতে দিলে,
ক্রন্দন ঢেকে দিলে তার বাজিয়ে করতাল কাঁসি |
কলেজের পড়ুয়া নিরীহ তাজা রক্ত
মিশে গেল কালো মাটিতে নিমেষে |
এ অভিযোগ ভিত্তিহীন, প্রমাণ হল পরে |
ক্ষিপ্ত গ্রামবাসী মোড়লকে দোষে |
আজ মোড়লের একদিন কী তাদের একদিন-
মোড়লের রাঙা চোখকে জনতার রায় পায় না ভয়:
সে রায় সরকার গড়ে, গড়ে নীতিও |
'মোড়লকে পুঁতবো বাবনের পাশে', জনতা কয় |
মাসির বাড়িতে নিমন্ত্রণ |
মায়ের হাত ধরে দিয়েছিল পাড়ি অন্য গ্রামে
সুঠাম তরুণ গোবরডাঙার বাবন |
কিন্তু তার কী অপরাধ?
গৃহস্থের মোষ করেছে সে চুরি-
মা কালীর পুজোয় দেবে বলে বলি |
রাজনীতির রঙে মোড়া মোড়ল জনতাকে দেয় সুড়সুড়ি |
'বাবান নির্দোষ, ওকে ছেড়ে দাও',
চিৎকার করছেন মা আর মাসি |
মোড়লের কথায় জনতা তাকে জ্যান্ত পুঁতে দিলে,
ক্রন্দন ঢেকে দিলে তার বাজিয়ে করতাল কাঁসি |
কলেজের পড়ুয়া নিরীহ তাজা রক্ত
মিশে গেল কালো মাটিতে নিমেষে |
এ অভিযোগ ভিত্তিহীন, প্রমাণ হল পরে |
ক্ষিপ্ত গ্রামবাসী মোড়লকে দোষে |
আজ মোড়লের একদিন কী তাদের একদিন-
মোড়লের রাঙা চোখকে জনতার রায় পায় না ভয়:
সে রায় সরকার গড়ে, গড়ে নীতিও |
'মোড়লকে পুঁতবো বাবনের পাশে', জনতা কয় |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৬/২০২০Very Nice poem.
-
কে এম শাহ্ রিয়ার ২৭/০৬/২০২০ভালো লাগলো প্রিয় কবি!
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৬/২০২০ভীষণ ভালো লেগেছে প্রিয় কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৬/২০২০সুন্দর
-
Md. Rayhan Kazi ২৭/০৬/২০২০অসাধারণ লেখনী। সাথে মুগ্ধতায় ভাসালেন।
-
ফয়জুল মহী ২৬/০৬/২০২০Excellent