অঙ্গনওয়াড়ি
আমি স্বেচ্ছাসেবিকার কাজ করে খাই-
সংসারের হাল ধরতে বহুদিন আগে নেমেছি এই পথে:
আপনারা একে সরকারি চাকরিও বলতে পারেন |
ঘর বাহির দুটোই সামলাই একা হাতে-
হাসপাতালে প্রসব করানো থেকে বাচ্চা মানুষ করা,
টিকাকরণ থেকে 'অ আ ক খ' শেখানো,
সচেতন করে তোলা থেকে বিপদে আপদে পাশে থাকা,
স্বামীর প্রতি কর্তব্য পালন থেকে ছেলে মেয়ের চাহিদা মেটানো...
আপনারা কী বলতে পারেন আমি সরকারি চাকুরে না দিনমজুর?
যা দক্ষিণা পাই, তা দিয়ে আর চলে না,
সরকার পাত্তাই দেয় না আমাদের,
যে টাকা নয়ছয় হয়, তার হিসাবও পাই না...
আবার আমি পথে নেমেছি, নেমেছি মানুষের সাথে,
রাজনীতিকদের পথে নামাবো বলে |
আমি যা মানব সেবা করি, তার এক কণাও এনারা করেন না,
অথচ এনারা ভোগ করেন আমাদের অথৈ জলে ফেলে |
সংসারের হাল ধরতে বহুদিন আগে নেমেছি এই পথে:
আপনারা একে সরকারি চাকরিও বলতে পারেন |
ঘর বাহির দুটোই সামলাই একা হাতে-
হাসপাতালে প্রসব করানো থেকে বাচ্চা মানুষ করা,
টিকাকরণ থেকে 'অ আ ক খ' শেখানো,
সচেতন করে তোলা থেকে বিপদে আপদে পাশে থাকা,
স্বামীর প্রতি কর্তব্য পালন থেকে ছেলে মেয়ের চাহিদা মেটানো...
আপনারা কী বলতে পারেন আমি সরকারি চাকুরে না দিনমজুর?
যা দক্ষিণা পাই, তা দিয়ে আর চলে না,
সরকার পাত্তাই দেয় না আমাদের,
যে টাকা নয়ছয় হয়, তার হিসাবও পাই না...
আবার আমি পথে নেমেছি, নেমেছি মানুষের সাথে,
রাজনীতিকদের পথে নামাবো বলে |
আমি যা মানব সেবা করি, তার এক কণাও এনারা করেন না,
অথচ এনারা ভোগ করেন আমাদের অথৈ জলে ফেলে |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৬/০৬/২০২০অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৬/২০২০ভালো।
-
ফয়জুল মহী ২৫/০৬/২০২০অসামান্য ভাবনায় নান্দনিক প্রকাশ ll
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০৬/২০২০অসাধারন
-
Md. Rayhan Kazi ২৫/০৬/২০২০বাহ্ চমৎকার