সিন্দুক
তুমি আমার বাড়িতে থাকো,
আহা, তাতে আমার কোনও রকম আপত্তি নেই,
তবে আমার সিন্দুকে তোমায় আমি হাত দিতে দেবো না-
আমার সম্পদ আমার পরিবারের: তা অন্য কারো নয় |
তুমি আমার সম্পদ ভোগ করবে না,
তাহলেই আমি তোমাকে অতিথি রূপে দেখবো,
তুমি আর যাই করো না কেন, তাতে আমার কোনও রকম মাথাব্যথা নেই |
আর যদি তুমি আমার সম্পদ ভোগ করতে চাও,
তোমার আইন অমান্য করে তোমাকে আমি তাড়িয়ে দেবো |
আমার সাথে আমার গোটা পরিবার আছে, আর তুমি একা-
অস্ত্র তুললেও তুমি জিততে পারবে না |
আমরা লড়বো অস্ত্র ছাড়া,
তুমি হেরে ভূত হয়ে যাবে |
সব পরিবার তাদের সিন্দুক আগলাক,
সকল পরিবার স্বয়ংসমৃদ্ধ হোক,
আদান প্রদানের মধ্যে দিয়ে বেঁচে থাকুক,
বিপদে আপদে একে অপরকে সাহায্য করুক...
কেউ যেন লুটপাট না চালায়:
প্রয়োজনের বেশি সঞ্চয় করা অধর্ম
আর সকলের প্রয়োজন মেটাতে প্রকৃতি মা সক্ষম |
শান্তির বারি ধারা ঝরুক বিশ্বে,
প্রেমময় হোক জীবন |
আহা, তাতে আমার কোনও রকম আপত্তি নেই,
তবে আমার সিন্দুকে তোমায় আমি হাত দিতে দেবো না-
আমার সম্পদ আমার পরিবারের: তা অন্য কারো নয় |
তুমি আমার সম্পদ ভোগ করবে না,
তাহলেই আমি তোমাকে অতিথি রূপে দেখবো,
তুমি আর যাই করো না কেন, তাতে আমার কোনও রকম মাথাব্যথা নেই |
আর যদি তুমি আমার সম্পদ ভোগ করতে চাও,
তোমার আইন অমান্য করে তোমাকে আমি তাড়িয়ে দেবো |
আমার সাথে আমার গোটা পরিবার আছে, আর তুমি একা-
অস্ত্র তুললেও তুমি জিততে পারবে না |
আমরা লড়বো অস্ত্র ছাড়া,
তুমি হেরে ভূত হয়ে যাবে |
সব পরিবার তাদের সিন্দুক আগলাক,
সকল পরিবার স্বয়ংসমৃদ্ধ হোক,
আদান প্রদানের মধ্যে দিয়ে বেঁচে থাকুক,
বিপদে আপদে একে অপরকে সাহায্য করুক...
কেউ যেন লুটপাট না চালায়:
প্রয়োজনের বেশি সঞ্চয় করা অধর্ম
আর সকলের প্রয়োজন মেটাতে প্রকৃতি মা সক্ষম |
শান্তির বারি ধারা ঝরুক বিশ্বে,
প্রেমময় হোক জীবন |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১২/০৬/২০২০মনোমুগ্ধকর
-
ইতি হালদার ১১/০৬/২০২০অনবদ্য প্রকাশ ।
-
ফয়জুল মহী ১১/০৬/২০২০Excellent
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৬/২০২০চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৬/২০২০Very Nice.
-
গোলাম কিবরিয়া সৌখিন ১১/০৬/২০২০বাহ্ চমৎকার লাগলো, ভালোবাসা জানবেন কবি।
-
বোরহানুল ইসলাম লিটন ১১/০৬/২০২০সুন্দর নিবেদন প্রিয় কবি।