এটা এ যুগের দাম্পত্য কলহ
'স্বামী সঙ্গ না দিলে ক্ষতি নেই,
পুরুষ বন্ধু আছে আমার |
বন্ধুত্ব আর প্রেম এক জিনিস নয়-
এটা কী ঘটা করে বলতে হবে আবার!
তোমাকে বলা হয়েছিল যে আমি স্বাধীনচেতা:
তুমি সব মেনে নিয়েই আমাকে করেছিলে বিয়ে |
তুমি যে এত কাজের মানুষ তা তো বলোনি আগে?
এখন অত কী ভাবছো মাথায় হাত দিয়ে'?
'গোটা পরিবারের মুখে আমি অন্ন তুলে দিই-
সারাদিন খেটে রোজগার করি আমি |
সহানুভূতির ইতি টেনে দিয়ে
বন্ধুত্বের গরম হওয়া এখন তোমার কাছে দামী'!
'তোমার টাকা আমার লাগবে না-
আমি স্বাবলম্বী, স্বাধীন ভাবে বাঁচি' |
'সাহায্য করতে পারো আমায়?
সেই সৎসাহসের নাকে তো বাধার হাঁচি!
তোমার দেওয়া দামী পোশাক পরলে আমার গা চুলকায়-
জ্বলে যায় গা বন্ধুত্বের গরম হওয়া লেগে |
দু নৌকায় পা দিয়ে না চলে
যাও না কোথাও পালিয়ে ভেগে' |
'এত বড় কথা তোমার মুখে-
স্ত্রীকে মর্যাদা করতে শেখান নি তোমার বাবা মা'!
'হায় ভগবান, কীভাবে বোঝাই একে আমার একাকিত্বের জ্বালা:
অফিসে কাজের চাবুক, ঘরে স্ত্রীর দামামা' |
'আমায় এত আঘাত দিলে কেন'?
'আহা, এ যে ফুলের আঘাতে জ্ঞান হারায়!
আমার কষ্টে কান না দিয়ে
স্বেচ্ছাচারিতাকে বড় করে দেখায়' |
'তুমি প্রেম বোঝো না, বোঝো না মন' |
'যে বোঝে তাকে করো সাথী-
এ আমার অনুরোধ নয়, আদেশ বলতে পারো' |
'তবে কেন আমার জীবন নষ্ট করে করলে আমার বিপুল ক্ষতি'!
পুরুষ বন্ধু আছে আমার |
বন্ধুত্ব আর প্রেম এক জিনিস নয়-
এটা কী ঘটা করে বলতে হবে আবার!
তোমাকে বলা হয়েছিল যে আমি স্বাধীনচেতা:
তুমি সব মেনে নিয়েই আমাকে করেছিলে বিয়ে |
তুমি যে এত কাজের মানুষ তা তো বলোনি আগে?
এখন অত কী ভাবছো মাথায় হাত দিয়ে'?
'গোটা পরিবারের মুখে আমি অন্ন তুলে দিই-
সারাদিন খেটে রোজগার করি আমি |
সহানুভূতির ইতি টেনে দিয়ে
বন্ধুত্বের গরম হওয়া এখন তোমার কাছে দামী'!
'তোমার টাকা আমার লাগবে না-
আমি স্বাবলম্বী, স্বাধীন ভাবে বাঁচি' |
'সাহায্য করতে পারো আমায়?
সেই সৎসাহসের নাকে তো বাধার হাঁচি!
তোমার দেওয়া দামী পোশাক পরলে আমার গা চুলকায়-
জ্বলে যায় গা বন্ধুত্বের গরম হওয়া লেগে |
দু নৌকায় পা দিয়ে না চলে
যাও না কোথাও পালিয়ে ভেগে' |
'এত বড় কথা তোমার মুখে-
স্ত্রীকে মর্যাদা করতে শেখান নি তোমার বাবা মা'!
'হায় ভগবান, কীভাবে বোঝাই একে আমার একাকিত্বের জ্বালা:
অফিসে কাজের চাবুক, ঘরে স্ত্রীর দামামা' |
'আমায় এত আঘাত দিলে কেন'?
'আহা, এ যে ফুলের আঘাতে জ্ঞান হারায়!
আমার কষ্টে কান না দিয়ে
স্বেচ্ছাচারিতাকে বড় করে দেখায়' |
'তুমি প্রেম বোঝো না, বোঝো না মন' |
'যে বোঝে তাকে করো সাথী-
এ আমার অনুরোধ নয়, আদেশ বলতে পারো' |
'তবে কেন আমার জীবন নষ্ট করে করলে আমার বিপুল ক্ষতি'!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এম শাহ্ রিয়ার ২৪/০৫/২০২০চমৎকার লিখা! ভালো লাগলো!
-
মনিরুল ইসলাম ফারাবী ২৪/০৫/২০২০সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৫/২০২০বেশ!
-
কুমারেশ সরদার ২৩/০৫/২০২০অভিনন্দন
-
কুমারেশ সরদার ২৩/০৫/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ২৩/০৫/২০২০অপরূপ ভাবনা ।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৩/০৫/২০২০বস্তুনিষ্ঠ প্রকাশ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৩/০৫/২০২০Good...