অতীত বর্তমান ও ভবিষ্যৎ
অতীতকে ভুলে থাকা যায় কী? অতীত খোঁচা মারে!
চেষ্টা করলেও জ্ঞানী মানুষজন সত্যি কী অতীতকে ভুলতে পারে!
অতীতের শিক্ষা ও প্রচেষ্টা ধাপে ধাপে গড়ে তোলে বর্তমান নামক বাড়ির ভীত |
ভাবনা চিন্তা 'টাইম মেশিন'- সব যুগেই খেলে চু কিতকিত |
বর্তমান বড় রূঢ়, এখানে কল্পলোকের কোনও ঠাঁই নেই |
বাস্তব তার আর এক নাম, যেখানে স্বপ্ন আশা পায় না কোনও খেই |
যে তাকে মেনে নিতে পারে, সেইই বড় খেলোয়াড়;
যে ভয় পায় তার সম্মুখীন হতে, তার জীবনে নেমে আসে অমাবস্যার অন্ধকার |
ভবিষ্যৎ অনিশ্চিত, ঘন কুয়াশায় ট্রেন লেট |
বর্তমানের ফসল কেটে হয় সে মাথা তোলে, নয়তো করে মাথা হেট |
অদূর হয় সুদূর, দূরত্ব বেড়েই চলে-
দু চোখ কেঁদে ওঠে অথৈ জলে |
চেষ্টা করলেও জ্ঞানী মানুষজন সত্যি কী অতীতকে ভুলতে পারে!
অতীতের শিক্ষা ও প্রচেষ্টা ধাপে ধাপে গড়ে তোলে বর্তমান নামক বাড়ির ভীত |
ভাবনা চিন্তা 'টাইম মেশিন'- সব যুগেই খেলে চু কিতকিত |
বর্তমান বড় রূঢ়, এখানে কল্পলোকের কোনও ঠাঁই নেই |
বাস্তব তার আর এক নাম, যেখানে স্বপ্ন আশা পায় না কোনও খেই |
যে তাকে মেনে নিতে পারে, সেইই বড় খেলোয়াড়;
যে ভয় পায় তার সম্মুখীন হতে, তার জীবনে নেমে আসে অমাবস্যার অন্ধকার |
ভবিষ্যৎ অনিশ্চিত, ঘন কুয়াশায় ট্রেন লেট |
বর্তমানের ফসল কেটে হয় সে মাথা তোলে, নয়তো করে মাথা হেট |
অদূর হয় সুদূর, দূরত্ব বেড়েই চলে-
দু চোখ কেঁদে ওঠে অথৈ জলে |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৫/২০২০বেশ ভাবনা।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৪/০৫/২০২০বেশ মনোমুগ্ধকর
-
ফয়জুল মহী ১৪/০৫/২০২০কমনীয়
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৫/২০২০অসাধারন
-
রহমতুল্লাহ লিখন ১৪/০৫/২০২০অমায়িক
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৫/২০২০অনবদ্য অভিব্যক্তি।
শুভেচ্ছা ও শুভ কামনা রইল প্রিয় কবি।