দারিদ্রতাকে কিছু প্রশ্ন
গরীব ঘরে জন্মানো কী পাপ,
না, ছলনাময়ী নিয়তির নিষ্ঠুর অভিশাপ?
মানুষ গরীব ঘরে আদৌ কী জন্মায়,
না, মানুষকে গরীব করে রাখা হয়?
গত জন্মের কর্মফল কী দায়ী এর জন্য,
না, শোষকের রাজনীতি অতীব বন্য?
এদের খেতে দিলে কী নষ্ট হয় খাবার,
না, বেশী খেয়ে মরে যারা, তাদেরই ভবিষ্যতে জুটবে না আহার?
পচা গলা খাবার ফেলাই কী ডাস্টবিন তৈরীর কারণ,
না, মনের ভিতরকার আবর্জনা আনে অকাল মরণ?
লোভের সাথে দারিদ্রের মিল কোথায় আছে?
বলে, গরীবের লোভ থাকতে নেই, তথাপি লোভই কী দারিদ্র এনেছে?
না, ছলনাময়ী নিয়তির নিষ্ঠুর অভিশাপ?
মানুষ গরীব ঘরে আদৌ কী জন্মায়,
না, মানুষকে গরীব করে রাখা হয়?
গত জন্মের কর্মফল কী দায়ী এর জন্য,
না, শোষকের রাজনীতি অতীব বন্য?
এদের খেতে দিলে কী নষ্ট হয় খাবার,
না, বেশী খেয়ে মরে যারা, তাদেরই ভবিষ্যতে জুটবে না আহার?
পচা গলা খাবার ফেলাই কী ডাস্টবিন তৈরীর কারণ,
না, মনের ভিতরকার আবর্জনা আনে অকাল মরণ?
লোভের সাথে দারিদ্রের মিল কোথায় আছে?
বলে, গরীবের লোভ থাকতে নেই, তথাপি লোভই কী দারিদ্র এনেছে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ০৬/০৫/২০২০খুব ভালো
-
রবিউল আলম ০৫/০৫/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৫/২০২০বড় কঠিন কবিতা।
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৫/২০২০ভালো হয়েছে।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৫/০৫/২০২০গুছানো একটা লেখা
-
ফয়জুল মহী ০৪/০৫/২০২০পরিপাটি লেখা