www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমিও ঘর করিনি

মেয়ে পেয়েছে ওর মায়ের স্বভাব |
আমি ঘর করিনি |
অফিস থেকে ঘরে এলেই ওর মা
নানা রকম টোন টিটকিরি করতো |
আমার ভালো লাগত না |
বাইরে চলে গেলাম চাকরি নিয়ে |
ফোনে খোঁজ নেওয়াও বন্ধ করলাম
কারণ ফোনের ভিতরও ওই একই রকম কথা |
নৌকা এপারে ঘাটে বাঁধা রইল
আর আমি ওপারে বসে ছিপ নিয়ে |
আরেকটা নৌকা জোগাড় করার মতো মানুষ আমি নই |
তাই সংসারের অভিমুখে কখনও হাল ধরিনি |
ভগবানের নাম গান নিয়েই থাকি...
মেয়েটার জন্য বড় মায়া হয়
কিন্তু ওর বিয়ের কথা ভাবতে ভয় লাগে-
যদি আমার মতোই আরেকজন বন্ধুকে আমি পাই |
এতে আমার একাকিত্ব কাটলেও,
তার একাকিত্ব কী আমি কাটাতে পারব?
সরল মানুষের ভাগ্যে সরল মানুষই লেখা থাকুক |
জিলিপি আর কাঠি গজা একসাথে খেলে অম্বল হয়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast