বৈধ নয়
(গড়িয়া সোনারপুরের সত্য ঘটনা অবলম্বনে লেখা)
খুন যে করে বা করায়, তার মাথায় গন্ডগোল থাকে |
পশুও খুন করে, তবে খিদের জ্বালায়,
মাথা খারাপ বলে নয় |
সব থেকে বড় খিদে ভালোবাসার
কারণ সেই খাবার চোখ অন্ধ করে দেয় |
অন্ধ লোকের দিন রাত এক, ভাব ভালোবাসা আলাদা হলেও |
ভালোবাসা সত্যিকার থাকলে ও আরেকটা জীবন নষ্ট করতে গেল কেন!
সেই মানুষটাতো ওকে ভালোবেসেই তুলেছিল ঘরে,
নিজের ঘর জ্বালাবার জন্য নয় |
জীবনটা ওকে দিতে হল স্ত্রীর প্রেমিকের কাছে-
ফোনে আর্তনাদ শুনে স্ত্রী হাসিতে ফেটে পড়লো:
পথের কাঁটা সরে গেছে |
কিন্তু আইনের কথা-
পথের কাঁটা সরাতে গিয়ে মানুষ ভুল করেই কাঁটা রেখে যায়
কাঁটা সরাবার অনন্ত পথে |
সত্যের হাত ধরে বিচার ও শাস্তি উঠে দাঁড়াল |
সত্য সব্যসাচী- তাই সে দুজনের হাতই শক্ত করে ধরল |
বধূ নির্যাতন কথাটা বহু কাল ধরে সচল |
অচল হল- স্বামী নির্যাতন কথাটা |
আলো মানুষের চোখ খুলে দেয় |
অন্ধকার থেকে বেরিয়ে আসে মানুষ |
তবে অতি আলো চোখ অন্ধ করে দেয়-
আলোর ভিড়েও মানুষ হারিয়ে যায় অন্ধকারের অতলে |
পশুর গায়ে কাঁটা দেয় কিনা জানি না:
আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে- গোটা ঘটনাটা জানার পর...
খুন যে করে বা করায়, তার মাথায় গন্ডগোল থাকে |
পশুও খুন করে, তবে খিদের জ্বালায়,
মাথা খারাপ বলে নয় |
সব থেকে বড় খিদে ভালোবাসার
কারণ সেই খাবার চোখ অন্ধ করে দেয় |
অন্ধ লোকের দিন রাত এক, ভাব ভালোবাসা আলাদা হলেও |
ভালোবাসা সত্যিকার থাকলে ও আরেকটা জীবন নষ্ট করতে গেল কেন!
সেই মানুষটাতো ওকে ভালোবেসেই তুলেছিল ঘরে,
নিজের ঘর জ্বালাবার জন্য নয় |
জীবনটা ওকে দিতে হল স্ত্রীর প্রেমিকের কাছে-
ফোনে আর্তনাদ শুনে স্ত্রী হাসিতে ফেটে পড়লো:
পথের কাঁটা সরে গেছে |
কিন্তু আইনের কথা-
পথের কাঁটা সরাতে গিয়ে মানুষ ভুল করেই কাঁটা রেখে যায়
কাঁটা সরাবার অনন্ত পথে |
সত্যের হাত ধরে বিচার ও শাস্তি উঠে দাঁড়াল |
সত্য সব্যসাচী- তাই সে দুজনের হাতই শক্ত করে ধরল |
বধূ নির্যাতন কথাটা বহু কাল ধরে সচল |
অচল হল- স্বামী নির্যাতন কথাটা |
আলো মানুষের চোখ খুলে দেয় |
অন্ধকার থেকে বেরিয়ে আসে মানুষ |
তবে অতি আলো চোখ অন্ধ করে দেয়-
আলোর ভিড়েও মানুষ হারিয়ে যায় অন্ধকারের অতলে |
পশুর গায়ে কাঁটা দেয় কিনা জানি না:
আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে- গোটা ঘটনাটা জানার পর...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৪/২০২০ভালো হয়েছে।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৪/২০২০চমৎকার হয়েছে। ধন্যবাদ কবি।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ৩০/০৪/২০২০বেশ ভালো...
-
ফয়জুল মহী ৩০/০৪/২০২০ভালোই হয়েছে।