গোবিন্দা
বাবা সাধু, সংসারে মন ছিল না |
মা চালের দোকানে কাজ করে সংসার টানতেন |
ছোটবেলায় চাল চিবিয়েই পেটের জ্বালা মেটাতাম |
দশ বছর বয়স তখন-
প্রথমবার বিয়ে বাড়িতে নেচে পঞ্চাশ টাকা পেয়েছিলাম-
আজও রেখে দিয়েছি সযত্নে!
সেই থেকে পথ চলা শুরু |
গান শুনলে নিজেকে আর আটকে রাখতে পারতাম না |
গোবিন্দার নাচ অন্তর থেকে আসতো |
নাচ শেখার টাকা জোগাড় করতে পারিনি |
একবার চুরিও করেছিলাম অভাবের তাড়নায়-
মার জুটেছিল ভীষণ |
হাল ছাড়িনি | নাচ ছাড়িনি | এগিয়ে গেছি |
এখন স্ত্রী পাশে আছে সবসময়-
পথ চলার অনুপ্রেরণা দেয় |
স্টেজে উঠলেই সবাই 'গোবিন্দা' বলে ডাকে |
আরও এগিয়ে চলার স্বপ্ন আছে-
নেচেই জীবন সার্থক করে যাব |
মা চালের দোকানে কাজ করে সংসার টানতেন |
ছোটবেলায় চাল চিবিয়েই পেটের জ্বালা মেটাতাম |
দশ বছর বয়স তখন-
প্রথমবার বিয়ে বাড়িতে নেচে পঞ্চাশ টাকা পেয়েছিলাম-
আজও রেখে দিয়েছি সযত্নে!
সেই থেকে পথ চলা শুরু |
গান শুনলে নিজেকে আর আটকে রাখতে পারতাম না |
গোবিন্দার নাচ অন্তর থেকে আসতো |
নাচ শেখার টাকা জোগাড় করতে পারিনি |
একবার চুরিও করেছিলাম অভাবের তাড়নায়-
মার জুটেছিল ভীষণ |
হাল ছাড়িনি | নাচ ছাড়িনি | এগিয়ে গেছি |
এখন স্ত্রী পাশে আছে সবসময়-
পথ চলার অনুপ্রেরণা দেয় |
স্টেজে উঠলেই সবাই 'গোবিন্দা' বলে ডাকে |
আরও এগিয়ে চলার স্বপ্ন আছে-
নেচেই জীবন সার্থক করে যাব |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জুলফিকার দিহান ২৩/০৪/২০২০সুন্দর
-
বিকাশ ২২/০৪/২০২০মন্দ লাগেনি। লিখতে থাকুন।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৪/২০২০বেশ গল্পের মতো!
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৪/২০২০সরল জীবনের সুন্দর বর্ণনা।
-
ফয়জুল মহী ২১/০৪/২০২০সুসভ্য লেখা
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২১/০৪/২০২০দারুণ লিখেছেন
-
ডঃ নাসিদুল ইসলাম ২১/০৪/২০২০করুন দৃশ্য বাস্তবচিত্র
-
নুর হোসেন ২১/০৪/২০২০চমৎকার লিখেছেন