ভাষার জন্য
মিলওয়াকি, উইসকনসিন, আমেরিকা |
অচেনা শহর | অজানা রাজ্য | অদেখা দেশ |
আধুনিকতার ভিড়ে আমি হারিয়ে যাচ্ছি |
সময়ের দৌড়ে আমি হাঁফাচ্ছি |
নতুন পরিবেশে নিজের অস্তিত্ব খুঁজছি |
হঠাৎ চেনা স্বর |
আলি | বাংলাদেশের মানুষ |
বললো, 'ভাষার জন্য আমরা বলিদান দিয়েছি' |
গর্বে বুকটা ভরে গেল-
আধুনিকতাকে সেলাম ঠুকে, সময়ের হাত ধরে,
নতুন পরিবেশের পরিধি খুঁজে পাওয়া...
অচেনা শহর | অজানা রাজ্য | অদেখা দেশ |
আধুনিকতার ভিড়ে আমি হারিয়ে যাচ্ছি |
সময়ের দৌড়ে আমি হাঁফাচ্ছি |
নতুন পরিবেশে নিজের অস্তিত্ব খুঁজছি |
হঠাৎ চেনা স্বর |
আলি | বাংলাদেশের মানুষ |
বললো, 'ভাষার জন্য আমরা বলিদান দিয়েছি' |
গর্বে বুকটা ভরে গেল-
আধুনিকতাকে সেলাম ঠুকে, সময়ের হাত ধরে,
নতুন পরিবেশের পরিধি খুঁজে পাওয়া...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৪/০৪/২০২০Excellent
-
ফয়জুল মহী ১৪/০৪/২০২০E
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৪/০৪/২০২০Beutiful Poem
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৪/২০২০ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৪/২০২০চমৎকার।