মনের খিদে
'বাবা পয়সা খরচ করে বিজ্ঞান পড়াচ্ছেন
আর তুমি বসে বসে কবিতা লিখছো |
তোমার আঙ্গুল কেটে নেবো...
অকারণে অন্ন ধ্বংস করছো'!
'বিজ্ঞান আমার জীবিকা,
লেখা জীবন |
দেহটা জ্বালিয়ে দিলে ক্ষতি নেই,
ভেঙো না আমার মন' |
'তাহলে বিজ্ঞান পড়লে কেন'?
'পেটের দায়ে জেনো' |
'এত দিক বজায় রাখতে পারবে তো'!
'বিজ্ঞান সবার জন্য, সংস্কৃতি সকলের হজম হয় না গো...' |
আর তুমি বসে বসে কবিতা লিখছো |
তোমার আঙ্গুল কেটে নেবো...
অকারণে অন্ন ধ্বংস করছো'!
'বিজ্ঞান আমার জীবিকা,
লেখা জীবন |
দেহটা জ্বালিয়ে দিলে ক্ষতি নেই,
ভেঙো না আমার মন' |
'তাহলে বিজ্ঞান পড়লে কেন'?
'পেটের দায়ে জেনো' |
'এত দিক বজায় রাখতে পারবে তো'!
'বিজ্ঞান সবার জন্য, সংস্কৃতি সকলের হজম হয় না গো...' |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সীমন্ত মৈত্র ১৮/০৪/২০২০একদম ঠিক, ঠিক কথা বলেছেন।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১২/০৪/২০২০সুন্দর লেখনী
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৪/২০২০ভালো হয়েছে।
-
ফয়জুল মহী ১১/০৪/২০২০Excellent
-
পি পি আলী আকবর ১১/০৪/২০২০ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৪/২০২০দারুন