অনেক দিন পর বাংলায় কবিতা লিখছি
অনেক দিন পর বাংলায় কবিতা লিখছি ...
অনেক দিন না লিখলে মনে হয় ভুলে গেছি বাংলা ভাষা
কিন্তু পাখি যত উঁচুতেই উড়ুক না কেন নীল আকাশে,
দিনের শেষে ঠিক ফিরে আসে নিজের বাসায়...
ফিরে আসে শান্তির খোঁজে, নাড়ির টানে |
বুকের ভিতর বয়ে চলে সরস্বতী নদী-
তাকে চোখে দেখা যায় না
কিন্তু তার অস্তিত্ব ম্লান নয় কখনও |
বাংলা ভাষার স্রোত বয়ে চলে বুকের গভীরে-
জানান দেয়-জন্মের পর যে শব্দটা
প্রথম শিখেছিলাম, সেটা 'মা', 'মাম্মি' নয় |
ভোর হওয়ার সাথে সাথে যেমন
ঘরের বাতি নিভিয়ে দিই-
ঠিক তেমনই বাংলা ভাষার উজ্জ্বল আলো
নিভিয়ে দেয় বুকে জ্বলতে থাকা
মেকি আধুনিকতার টিমটিমে বাতি |
সময় ছুটে চলে, পরিবর্তন আসে সবেতে,
মরে না নাড়ির টান, মরে না 'মা' শব্দ |
অনেক দিন পর বাংলায় কবিতা লিখে
খুঁজে পেলাম বাঁচার সার্থকতা-
এ বাঁচার অর্থ হল:
বুকে জমে থাকা কালো মেঘ
দীর্ঘদিন পর যেন বৃষ্টি হয়ে ফুটে উঠলো
আমার কলমে...
অনেক দিন না লিখলে মনে হয় ভুলে গেছি বাংলা ভাষা
কিন্তু পাখি যত উঁচুতেই উড়ুক না কেন নীল আকাশে,
দিনের শেষে ঠিক ফিরে আসে নিজের বাসায়...
ফিরে আসে শান্তির খোঁজে, নাড়ির টানে |
বুকের ভিতর বয়ে চলে সরস্বতী নদী-
তাকে চোখে দেখা যায় না
কিন্তু তার অস্তিত্ব ম্লান নয় কখনও |
বাংলা ভাষার স্রোত বয়ে চলে বুকের গভীরে-
জানান দেয়-জন্মের পর যে শব্দটা
প্রথম শিখেছিলাম, সেটা 'মা', 'মাম্মি' নয় |
ভোর হওয়ার সাথে সাথে যেমন
ঘরের বাতি নিভিয়ে দিই-
ঠিক তেমনই বাংলা ভাষার উজ্জ্বল আলো
নিভিয়ে দেয় বুকে জ্বলতে থাকা
মেকি আধুনিকতার টিমটিমে বাতি |
সময় ছুটে চলে, পরিবর্তন আসে সবেতে,
মরে না নাড়ির টান, মরে না 'মা' শব্দ |
অনেক দিন পর বাংলায় কবিতা লিখে
খুঁজে পেলাম বাঁচার সার্থকতা-
এ বাঁচার অর্থ হল:
বুকে জমে থাকা কালো মেঘ
দীর্ঘদিন পর যেন বৃষ্টি হয়ে ফুটে উঠলো
আমার কলমে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৪/২০২০ভালো তো।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৪/০৪/২০২০খুব ভালো লিখেছেন কবি ।
-
দীপঙ্কর বেরা ০৪/০৪/২০২০খুব সুন্দর
-
ফয়জুল মহী ০৪/০৪/২০২০প্রাঞ্জল শব্দের অলংকরণ। পাঠে মুগ্ধ হলাম
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৪/২০২০চমৎকার লিখেছেন।