www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক শ্রোতা ও তিন বক্তা

১.

'তুই নীচ কুলের ছেলে হয়ে
দাবি করিস আমার মেয়েকে,
তোর স্পর্ধা তো কম নয় |
এই নে জুতো' |

'বাবু, তুই ওকে বিয়ে করলে
মরা মুখ দেখবি আমার' |

'প্রেম মরে না-
আমি তোমায় ভালোবেসে যাব সারাজীবন |
স্বামীকে আমি পুজো করি...'|

২.

'সেদিন আমার ভুল হয়ে গেছিল |
বুঝতেই তো পারছ একমাত্র মেয়ে |
জামাই আমার বড় চাকরি করে |
তা ছাড়া ও উঁচু ঘরের ছেলে'|

'তুই ওকে ভুলে গিয়ে অন্য কারোকে বিয়ে কর-
বাবার কথা শোন' |

'বর আমাকে যা দিয়েছে তুমি তা দিতে পারবে না কোনওদিনও |
তুমি আমার জীবনে একটা ঢেউ মাত্র-
স্বামী আমার গোটা সমুদ্র' |

৩.

'আমার মেয়ে সুখে আছে, তুমি ভালো থেকো' |

'বড় মানুষেরা এরকমই হয়' |

'অনেকদিন পর তোমার সাথে আবার দেখা হল |
অনেক পুরনো কথা মনে পড়ছে |
তোমাকে আমি মাঝে মাঝে মিস করি |
বাবা কী আর করবেন...ভালো চাকরি...
আমাদের যে দেখা হয়েছে, তা আমার স্বামী যেন জানতে না পারে' |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast