সে শুধু কানামাছি ভোঁ ভোঁ খেলে
দুটো কারণে মানুষ ঘরে বসে থাকে- এক) চাকরি না থাকলে আর দুই) অসুখ করলে | কিন্তু এখন বিশ্বের প্রায় সব মানুষই ঘরে বসা | বাইরে বেরোলেই অসুখ করবে- জীবনহানিরও আশঙ্কা | চাকরি, থেকেও নেই | সরকার বলছে মাইনে কারো মার যাবে না | ব্যাপারটা কী ?
একটা ছোট্ট ভাইরাস এসে বৃহত্তর জনজীবনকে নিশ্চল করে দিয়েছে | তার কী অপরিসীম দাপট | বিজ্ঞানী থেকে ডাক্তার, নেতা থেকে আমলা সবাই চোখে সরষে ফুল দেখছেন | সাধারণ মানুষ প্রমাদ গুণছে | ভাইরাসের উৎপত্তিটা এখনও ভালো ভাবে জানা যায় নি- সেটি অজান্তে মাংস খেয়ে হয়েছে না জেনে শুনে মাংস খাওয়ানো হয়েছে | যে ভাবেই হোক, সঠিক কারণটা খুঁজে বার করা দরকার, যাতে দ্বিতীয়বার করোনার ভাই বোনেরা যেন নতুন করে সারা বিশ্বে সংসার পাততে না পারে |
আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহবন্দি হয়ে আছি | রোজ খবর দেখি | করোনায় আক্রান্তের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে | বাড়ছে মৃত্যুর হারও | কলকাতা আর মিলওয়াকী- এই দুটো শহরে আক্রান্তের হার এখনও কম | মা বাবা কলকাতায় আছেন আর আমি মিলওয়াকীতে | দূরত্ব আরো দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে | 'সাবধানে থেকো', ফোনে এখন একটাই কথা | সকলের রাতের ঘুম চলে গেছে |
সারা বিশ্বে এখন শ্মশানের স্তব্ধতা | শকুনের দল ঘুরে বেড়াচ্ছে মৃতদেহের সন্ধানে | ঠিক যেন তৃতীয় বিশ্ব যুদ্ধের প্রাক্কাল | মানুষকে মানুষের থেকে আলাদা করো, নইলে মানুষ বাঁচবে না | ভাবতে অবাক লাগে কথাগুলো শুনে | প্রেম ও মৈত্রীর সকল দর্শনই এখন মৃত | যদি বাঁচতে চাও, আলাদা হও!
আমেরিকার মুখের দিকে সারা বিশ্ব তাকিয়ে | টিকার আবিষ্কার আমেরিকাই করবে | কিন্তু কবে? আমেরিকা এখন নাজেহাল | যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এখানকার মানুষ অস্থির | তাহলে ভবিষ্যৎ কী হিটলারের হাতে- সেটা সময়ই বলবে!
যাদের দিন আনা দিন খাওয়া, তারা নিরুপায় | শুনছি দেশের সরকার গরীবের খাওয়া পরার কথা ভাবছে | যাতে কোনও গরীব না খেতে পেয়ে মারা যায়, তার জন্য অপরিসীম প্রচেষ্টা চালাচ্ছে | বড়লোকের অঢেল আছে | তার কথা না ভাবলেও চলে | আচ্ছা, মধ্যবিত্তদের কথা কী কেউ ভাবছে? ডাক্তারদের সেলাম জানাই, পুলিশকেও...
করোনা কিন্তু কারোকে বিচার করে ধরে না- সে শুধু কানামাছি ভোঁ ভোঁ খেলে...
একটা ছোট্ট ভাইরাস এসে বৃহত্তর জনজীবনকে নিশ্চল করে দিয়েছে | তার কী অপরিসীম দাপট | বিজ্ঞানী থেকে ডাক্তার, নেতা থেকে আমলা সবাই চোখে সরষে ফুল দেখছেন | সাধারণ মানুষ প্রমাদ গুণছে | ভাইরাসের উৎপত্তিটা এখনও ভালো ভাবে জানা যায় নি- সেটি অজান্তে মাংস খেয়ে হয়েছে না জেনে শুনে মাংস খাওয়ানো হয়েছে | যে ভাবেই হোক, সঠিক কারণটা খুঁজে বার করা দরকার, যাতে দ্বিতীয়বার করোনার ভাই বোনেরা যেন নতুন করে সারা বিশ্বে সংসার পাততে না পারে |
আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহবন্দি হয়ে আছি | রোজ খবর দেখি | করোনায় আক্রান্তের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে | বাড়ছে মৃত্যুর হারও | কলকাতা আর মিলওয়াকী- এই দুটো শহরে আক্রান্তের হার এখনও কম | মা বাবা কলকাতায় আছেন আর আমি মিলওয়াকীতে | দূরত্ব আরো দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে | 'সাবধানে থেকো', ফোনে এখন একটাই কথা | সকলের রাতের ঘুম চলে গেছে |
সারা বিশ্বে এখন শ্মশানের স্তব্ধতা | শকুনের দল ঘুরে বেড়াচ্ছে মৃতদেহের সন্ধানে | ঠিক যেন তৃতীয় বিশ্ব যুদ্ধের প্রাক্কাল | মানুষকে মানুষের থেকে আলাদা করো, নইলে মানুষ বাঁচবে না | ভাবতে অবাক লাগে কথাগুলো শুনে | প্রেম ও মৈত্রীর সকল দর্শনই এখন মৃত | যদি বাঁচতে চাও, আলাদা হও!
আমেরিকার মুখের দিকে সারা বিশ্ব তাকিয়ে | টিকার আবিষ্কার আমেরিকাই করবে | কিন্তু কবে? আমেরিকা এখন নাজেহাল | যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এখানকার মানুষ অস্থির | তাহলে ভবিষ্যৎ কী হিটলারের হাতে- সেটা সময়ই বলবে!
যাদের দিন আনা দিন খাওয়া, তারা নিরুপায় | শুনছি দেশের সরকার গরীবের খাওয়া পরার কথা ভাবছে | যাতে কোনও গরীব না খেতে পেয়ে মারা যায়, তার জন্য অপরিসীম প্রচেষ্টা চালাচ্ছে | বড়লোকের অঢেল আছে | তার কথা না ভাবলেও চলে | আচ্ছা, মধ্যবিত্তদের কথা কী কেউ ভাবছে? ডাক্তারদের সেলাম জানাই, পুলিশকেও...
করোনা কিন্তু কারোকে বিচার করে ধরে না- সে শুধু কানামাছি ভোঁ ভোঁ খেলে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০২/১০/২০২৩বাস্তবতায় পরিপূর্ণ সুন্দর লেখা
-
গাজী তারেক আজিজ ৩০/০৩/২০২০বুনন পরিপাটি
-
জুনায়েদ বি রাহমান ২৯/০৩/২০২০কঠিন একটাসময় পার করছি আমরা।
সবাই ভালো থাকুক, এটাই চাওয়া -
অধীতি ২৯/০৩/২০২০সুন্দর উপমা দিয়েছেন কবি।
-
ফয়জুল মহী ২৯/০৩/২০২০অনন্যসাধারণ লেখা।l