বাস কন্ডাক্টারকে
'দাদা পিছন দিকে এগিয়ে যান' |
'এর অর্থ? বাস এগবে সামনের দিকে,
জীবনটাও, আমি তবে কেন পিছনে যাব?
মানছি বাসের ব্যাক গিয়ার্ আছে
কিন্তু সময়ের তা নেই-
অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতে পা রাখা যায়,
কিন্তু ভবিষ্যৎ থেকে অতীতে কীভাবে যাব!
সেটা স্মৃতি...
ঈশ্বর আমায় সামনে দুটো চোখ দিয়েছেন:
পিছনে চোখ নেই, তাই পিছন দিকে হাঁটি না |
বাস থামাও আমি নেমে পড়ি-
পায়ে হেঁটেই এগিয়ে যাব সামনের দিকে |
পিছনে এগনো তো দূরের কথা,
পিছনে তাকানোই পাপ...
তুমি বাসের দরজায় দাঁড়িয়ে রইবে আজীবন
আর আমার জীবন সময়ের চৌকাঠ পেরিয়ে
ময়দানে নেমে গোল করবে...' |
'এর অর্থ? বাস এগবে সামনের দিকে,
জীবনটাও, আমি তবে কেন পিছনে যাব?
মানছি বাসের ব্যাক গিয়ার্ আছে
কিন্তু সময়ের তা নেই-
অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতে পা রাখা যায়,
কিন্তু ভবিষ্যৎ থেকে অতীতে কীভাবে যাব!
সেটা স্মৃতি...
ঈশ্বর আমায় সামনে দুটো চোখ দিয়েছেন:
পিছনে চোখ নেই, তাই পিছন দিকে হাঁটি না |
বাস থামাও আমি নেমে পড়ি-
পায়ে হেঁটেই এগিয়ে যাব সামনের দিকে |
পিছনে এগনো তো দূরের কথা,
পিছনে তাকানোই পাপ...
তুমি বাসের দরজায় দাঁড়িয়ে রইবে আজীবন
আর আমার জীবন সময়ের চৌকাঠ পেরিয়ে
ময়দানে নেমে গোল করবে...' |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৮/০৩/২০২০সফলতার পেছনে অনুপ্রেরণা প্রয়োজন হয়, উনারা তাই হয়। উনাদের তাই প্রয়োজন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৩/২০২০পিছনে হাটা যায় না আসলে।
-
ফয়জুল মহী ২৮/০৩/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন । দারুণ