ক্যারাটে
মেডেল জিতে আনন্দ পাওয়া যায়,
তবে সুখ আসে না মনে |
সুখ তখনই আসে ছুটে বসন্তের রূপ নিয়ে,
যখন বাড়ি ফিরি একা অন্ধকারে নির্জনে...
দুর্বল বলে যাকে সমাজ আখ্যা দেয়,
তার বিপদের দিনে তারই পাশে দাঁড়িয়ে
সবলকে যখন দিই উচিত জবাব,
শান্তি ঝরে শ্রাবণের বারি ধারা হয়ে |
সার্থকতা খুঁজে পাই বেঁচে থাকার |
সার্থকতা খুঁজে পাই বাঁচতে দেবার |
সবলতা মানে রক্ষাকবচ, অশালীনতা নয়-
সময়ের সাথে সাথে এসেছে সময় রুখে দাঁড়াবার |
খেলা লড়তে শেখালেও,
ক্যারাটে এখানে শুধু মাত্র খেলা নয়:
এটা বিশ্ব নারী দিবসের পতাকা,
যায় রঙের অর্থ হল- ভয় মুক্ত বিজয় |
তবে সুখ আসে না মনে |
সুখ তখনই আসে ছুটে বসন্তের রূপ নিয়ে,
যখন বাড়ি ফিরি একা অন্ধকারে নির্জনে...
দুর্বল বলে যাকে সমাজ আখ্যা দেয়,
তার বিপদের দিনে তারই পাশে দাঁড়িয়ে
সবলকে যখন দিই উচিত জবাব,
শান্তি ঝরে শ্রাবণের বারি ধারা হয়ে |
সার্থকতা খুঁজে পাই বেঁচে থাকার |
সার্থকতা খুঁজে পাই বাঁচতে দেবার |
সবলতা মানে রক্ষাকবচ, অশালীনতা নয়-
সময়ের সাথে সাথে এসেছে সময় রুখে দাঁড়াবার |
খেলা লড়তে শেখালেও,
ক্যারাটে এখানে শুধু মাত্র খেলা নয়:
এটা বিশ্ব নারী দিবসের পতাকা,
যায় রঙের অর্থ হল- ভয় মুক্ত বিজয় |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০৩/২০২০ভালো
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০৩/২০২০ভোলো
-
ফয়জুল মহী ২৬/০৩/২০২০সুন্দর লেখা।
-
পি পি আলী আকবর ২৬/০৩/২০২০ভালো