মাথা খারাপ
সমুদ্র সদা চঞ্চল-
তার বুকে দুরন্ত ঢেউ দাপিয়ে বেড়ায় দিনরাত:
অশান্তিতে গর্জন করে ওঠে...
লাফায়, ঝাঁপায়, মেলায় আবার শ্বাস নিয়ে ওঠে...
মন এখন আমার সমুদ্রের মতো-
শান্তি কোনও কৃষ্ণগহ্বরে মুখ থুবড়ে পড়ে আছে |
পাগলা হাতির মতো মনের ভিতরের সমুদ্রটা
দাপিয়ে বেড়াচ্ছে দিনরাত- মন আজ উত্তাল |
মনের প্রভাব পড়েছে কথনে চলনে:
পায়চারি করলে শরীরটা একটু হালকা লাগে |
মন হালকা না হলেও পায়চারি করি!
ভাবি মনটা কবে আকাশের মতো হবে-
স্বপ্নগুলো তুলোর মতো উড়ে বেড়াবে মেঘ হয়ে
মনের মহাজগতে- হালকা হয়ে যাবে মন |
আর পায়চারি করবো না- বসে আকাশ দেখবো |
তার বুকে দুরন্ত ঢেউ দাপিয়ে বেড়ায় দিনরাত:
অশান্তিতে গর্জন করে ওঠে...
লাফায়, ঝাঁপায়, মেলায় আবার শ্বাস নিয়ে ওঠে...
মন এখন আমার সমুদ্রের মতো-
শান্তি কোনও কৃষ্ণগহ্বরে মুখ থুবড়ে পড়ে আছে |
পাগলা হাতির মতো মনের ভিতরের সমুদ্রটা
দাপিয়ে বেড়াচ্ছে দিনরাত- মন আজ উত্তাল |
মনের প্রভাব পড়েছে কথনে চলনে:
পায়চারি করলে শরীরটা একটু হালকা লাগে |
মন হালকা না হলেও পায়চারি করি!
ভাবি মনটা কবে আকাশের মতো হবে-
স্বপ্নগুলো তুলোর মতো উড়ে বেড়াবে মেঘ হয়ে
মনের মহাজগতে- হালকা হয়ে যাবে মন |
আর পায়চারি করবো না- বসে আকাশ দেখবো |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ২২/০৩/২০২০দারুণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৩/২০২০Excillent
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৩/২০২০ভালো হয়েছে।
-
ফয়জুল মহী ২১/০৩/২০২০অপূর্ব, পাঠে মুগ্ধ হলাম।
-
পি পি আলী আকবর ২১/০৩/২০২০ভালো