লাস ভেগাস
সবার হাতে বন্দুক কেন?
আইন কী অন্ধ?
স্বাধীনতা এখন স্বেচ্ছাচারিতার প্রতীক-
উদাসী হওয়ার অকারণ তান্ডবে মানবিকতার দরজা বন্ধ |
উন্মাদের চরিত্র ধরা পড়ে তার উন্মাদনায়-
সে গান নেশা নাচ মস্তি হোক
বা বন্দুকের অবিনশ্বর গুলি:
যা নিজেকে অটুট রেখে টেনে আনে মৃত্যু শোক |
সাদা মানুষের পাপ হল নিছক পাগলামি,
কালো মানুষ পাপী হয় জাতির দোষে
আর সন্ত্রাসবাদীদের বলা হয় ধর্মান্ধ...
পুঁজিপতিরা বিশ্বের মানুষকে কুকুর ভেবে পোষে |
নেপোলিয়নের ভাষায়- অতি স্বাধীনতা ভালো নয় |
নতুন নীতি হোক: বন্দুক মূল্যহীন, শেখায় শুধু কফিন জয়...
আইন কী অন্ধ?
স্বাধীনতা এখন স্বেচ্ছাচারিতার প্রতীক-
উদাসী হওয়ার অকারণ তান্ডবে মানবিকতার দরজা বন্ধ |
উন্মাদের চরিত্র ধরা পড়ে তার উন্মাদনায়-
সে গান নেশা নাচ মস্তি হোক
বা বন্দুকের অবিনশ্বর গুলি:
যা নিজেকে অটুট রেখে টেনে আনে মৃত্যু শোক |
সাদা মানুষের পাপ হল নিছক পাগলামি,
কালো মানুষ পাপী হয় জাতির দোষে
আর সন্ত্রাসবাদীদের বলা হয় ধর্মান্ধ...
পুঁজিপতিরা বিশ্বের মানুষকে কুকুর ভেবে পোষে |
নেপোলিয়নের ভাষায়- অতি স্বাধীনতা ভালো নয় |
নতুন নীতি হোক: বন্দুক মূল্যহীন, শেখায় শুধু কফিন জয়...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ১৬/০৩/২০২০বন্দুকই শক্তির উৎস। আধূনিক জীবনের ধ্যান ধারণা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৩/২০২০ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৩/২০২০দারুন
-
ফয়জুল মহী ১৪/০৩/২০২০পাঠে মুগ্ধ হলাম।