তোমাকে স্বাগত জানাই
তুমি আসবে তাই-
রাজপথের ভিখারীদের ঠিকানা এখন শ্রীঘর:
যারা রোজ রাজপথের ধুলো বালি খায়,
তারা হয়তো একদিনের জন্য কাঁকর মেশানো ভাত পাবে!
রাজপথে যত কুকুর ছিল,
সবগুলোকে অলিগলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে
অথবা বিষ মিশিয়ে দেওয়া হয়েছে খাবারে |
না, মানুষের মনে এখনো জলাতঙ্ক হয়নি
কারণ কোনও ভিখারীর প্রাণহানি ঘটেনি-
এটা ভিতরকার খবর!
তোমার জন্য সুব্যবস্থা রইলো, নিরাপত্তা রইলো |
তুমি এলে বুঝি দেশের মঙ্গল হবে-
যেমন ডিভিসি জল ছাড়ে জেলাগুলোর মঙ্গলের জন্য!
সব মান অভিমান ভুলে:
তোমাকে স্বাগত জানাই...
রাজপথের ভিখারীদের ঠিকানা এখন শ্রীঘর:
যারা রোজ রাজপথের ধুলো বালি খায়,
তারা হয়তো একদিনের জন্য কাঁকর মেশানো ভাত পাবে!
রাজপথে যত কুকুর ছিল,
সবগুলোকে অলিগলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে
অথবা বিষ মিশিয়ে দেওয়া হয়েছে খাবারে |
না, মানুষের মনে এখনো জলাতঙ্ক হয়নি
কারণ কোনও ভিখারীর প্রাণহানি ঘটেনি-
এটা ভিতরকার খবর!
তোমার জন্য সুব্যবস্থা রইলো, নিরাপত্তা রইলো |
তুমি এলে বুঝি দেশের মঙ্গল হবে-
যেমন ডিভিসি জল ছাড়ে জেলাগুলোর মঙ্গলের জন্য!
সব মান অভিমান ভুলে:
তোমাকে স্বাগত জানাই...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহীন রহমান (রুদ্র) ১২/০৩/২০২০অনেক সুন্দর।শুভকামনা প্রিয় কবি।
-
ফয়জুল মহী ১২/০৩/২০২০বস্তুনিষ্ঠ লেখা।