উষ্ণতা
উষ্ণতা না থাকলে উত্তেজনা আসে না-
শীতল জীবন সাইবেরিয়ার মরুর মতো:
ক্লান্ত হয়ে শুয়ে থাকে আজীবন...
সূর্যের আলো সেখানে ম্লান কারণ তার মাথানত |
চারদিকে প্রশান্তির নিঃশ্বাস পড়ে যখন,
শূন্য বুকে জন্ম নেয় গভীর ক্ষত |
ধূ ধূ মরুতে বালির ঝড়ে মুখ থুবড়ে পড়ে
অসমাপ্ত আশার মরীচিকা যত |
নির্বাণ প্রাণ প্রদীপ জ্বালায় না,
আশাহীন হতাশায় থাকে সদা বিরত |
আমার জীবনের সোজা পথ সফলতার চোখে বিপথ-
রাতের কালিমা হেথায় অমর, দিনের উজ্জ্বলতা বিগত |
শীতল জীবন সাইবেরিয়ার মরুর মতো:
ক্লান্ত হয়ে শুয়ে থাকে আজীবন...
সূর্যের আলো সেখানে ম্লান কারণ তার মাথানত |
চারদিকে প্রশান্তির নিঃশ্বাস পড়ে যখন,
শূন্য বুকে জন্ম নেয় গভীর ক্ষত |
ধূ ধূ মরুতে বালির ঝড়ে মুখ থুবড়ে পড়ে
অসমাপ্ত আশার মরীচিকা যত |
নির্বাণ প্রাণ প্রদীপ জ্বালায় না,
আশাহীন হতাশায় থাকে সদা বিরত |
আমার জীবনের সোজা পথ সফলতার চোখে বিপথ-
রাতের কালিমা হেথায় অমর, দিনের উজ্জ্বলতা বিগত |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোয়েব আহমেদ ২৯/০৩/২০২০Valo
-
বিশ্বামিত্র ১০/০৩/২০২০উষ্ণতা আর শীতলতা তখনই বোঝা যাবে যখন অনুভবকে বিচ্ছিন্ন করা যাবে না।কবির ভাবনার তারিফ করতেই হবে।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৩/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১০/০৩/২০২০চমৎকার লেখা। শুভ কামনা