বন্দুক
বন্দুক আবিষ্কার হওয়ার আগে থেকেই
মানুষ অন্যের কাঁধে বন্দুক রেখে
কাজ হাসিল করতে শিখে গেছিল,
তা না হলে বন্দুক আবিষ্কারই হতো না |
নিজের কাঁধ ভারী হলে
মনে আঘাত লাগে সবথেকে বেশী |
আবার নিজের কাঁধ হালকা করতে গিয়ে,
সেই ভার যদি ওপরের কাঁধে চাপিয়ে দিই,
তাহলে আঘাতটা লাগে হৃদয়ে-
ব্যথা আরো বেশী হয়...
বন্দুক আমার চাই না-
আমার দু হাতই যথেষ্ট |
যদি অন্য কেউ কাঁধে ভার রাখতে আসে,
নলের মুখটা তার দিকেই ফিরিয়ে দেবো!
মানুষ অন্যের কাঁধে বন্দুক রেখে
কাজ হাসিল করতে শিখে গেছিল,
তা না হলে বন্দুক আবিষ্কারই হতো না |
নিজের কাঁধ ভারী হলে
মনে আঘাত লাগে সবথেকে বেশী |
আবার নিজের কাঁধ হালকা করতে গিয়ে,
সেই ভার যদি ওপরের কাঁধে চাপিয়ে দিই,
তাহলে আঘাতটা লাগে হৃদয়ে-
ব্যথা আরো বেশী হয়...
বন্দুক আমার চাই না-
আমার দু হাতই যথেষ্ট |
যদি অন্য কেউ কাঁধে ভার রাখতে আসে,
নলের মুখটা তার দিকেই ফিরিয়ে দেবো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২৭/০২/২০২০অনবদ্য, সত্যই খুব সুন্দর!
-
ফয়জুল মহী ২৭/০২/২০২০অতুলণীয় I
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০২/২০২০অনবদ্য লিখেছেন প্রিয় কবি।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৭/০২/২০২০খুব ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০২/২০২০ভালো হয়েছে।
-
অন্তরা রায়ত ২৭/০২/২০২০শেষটা দূর্দান্ত লিখেছেন..
-
আলমগীর সরকার লিটন ২৭/০২/২০২০অসাধারণ ভাবনা