আপশোস
যাকে মেয়েটি ভালোবেসে বিয়ে করেছিল,
সে ছিল একটা আস্ত কবরখানা-
জীবন্ত মানুষকে গিলে নেয় মৃতদেহ হিসাবে:
তার সব প্রতিশ্রুতিই ছিল মিথ্যে |
মেয়েটির জন্য যে সম্বন্ধটা এসেছিল,
সে ছিল ঢেউ-এর উপর ঝিকমিক করা রোদ্দুর-
যেমন মানবিকতা রাঙায় দেবালয়ের ঐতিহ্য...
কিন্তু মেয়েটি ভালো ভাবে বোঝেনি
কারণ তার মনে তখন ছায়া পড়েছে কফিনের!
বুঝলো ও সব, তবে অনেক দেরিতে |
এখন আর হাত কামড়ে কী লাভ!
সে ছিল একটা আস্ত কবরখানা-
জীবন্ত মানুষকে গিলে নেয় মৃতদেহ হিসাবে:
তার সব প্রতিশ্রুতিই ছিল মিথ্যে |
মেয়েটির জন্য যে সম্বন্ধটা এসেছিল,
সে ছিল ঢেউ-এর উপর ঝিকমিক করা রোদ্দুর-
যেমন মানবিকতা রাঙায় দেবালয়ের ঐতিহ্য...
কিন্তু মেয়েটি ভালো ভাবে বোঝেনি
কারণ তার মনে তখন ছায়া পড়েছে কফিনের!
বুঝলো ও সব, তবে অনেক দেরিতে |
এখন আর হাত কামড়ে কী লাভ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৯/০২/২০২০বাহ ভালো ।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০২/২০২০ভালো লেগেছে।
-
ফয়জুল মহী ১৮/০২/২০২০অসামান্য ভাবনা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৮/০২/২০২০বেদনার ঢেউ উঠেছে কবিতায়।
তাই ত আফসোস সেখানে রয়।