www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কর্ম সবক্ষেত্রে ধর্ম নয়

কর্মী মানুষ, পরিশ্রমী মানুষ জীবনে সফলতা অর্জন করে | এ নিয়ে কোনও সন্দেহ নেই | এই কারণেই কর্মের আরেক নাম ধর্ম | কর্মের মধ্যে দিয়ে মানুষ শুধু নিজের সফলতা ডেকে আনে না, এই সমাজ সংসারকে সমৃদ্ধ করে | মানুষের কর্মই মানুষের জীবনে সমৃদ্ধির সোপান তৈরী করেছে | যে মানুষ কর্মবিমুখ, তার সমাজে কোনও ঠাঁই নেই- সে অন্য কারো উপকারে আসা তো দূরের কথা, নিজের উপকারেই আসে না | কর্ম ছাড়া জীবন বৃথা | জীবনকে সার্থক করে তোলার জন্য মানুষ অন্তর থেকে কর্মের তাগিদ অনুভব করে | আমিও তাদের মধ্যে একজন | সঠিক সময় কর্তব্য পালন না করতে পারলে, নিজেকে অপরাধী মনে হয় |

কর্মের তাগিদেই ভারতের মাটি ছেড়ে আমি সুদূর আমেরিকায় পাড়ি জমালাম | আমেরিকার একটি নামজাদা বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেটে করছি | এখানে এসে দেখলাম অন্য চিত্র | কারো সাথে কারো কোনও রকম অন্তরঙ্গ সম্পর্ক নেই, শুধু কাজের তাগিদেই সম্পর্ক গড়ে ওঠে- তারপর সব শেষ | সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত | অপরকে নিয়ে ভাবার সময় নেই | এমনকী পাশের বাড়িতে কে থাকে, সে খবরও কেউ রাখে না | কাজের চাপে এখানে সবাই রোবট! আমি এক মাসের মধ্যে নিজের সত্তা হারিয়ে ফেললাম | আমার ভিতরকার যে হাসিখুশি মানুষটা ছিল, সেটা হারিয়ে যেতে লাগলো | জীবিকা এমনই যে জীবনকে ভুলে যেতে হয় | গবেষণার তাগিদে আমার অন্তরের কবি সত্তা ও শিল্পী সত্তা হারিয়ে গেল কয়েক মাসের মধ্যেই | প্রাণ খুলে আর গান গাইতেই পারি না | কর্মব্যস্ততা এমন!

জীবন থেকে অবসর আমি কখনওই নিতে চাই না | কিন্তু বেচেঁ থাকার অবকাশ চাই বৈকি | চিন্তা শক্তি, কল্পনা শক্তি যদি হারিয়ে যায়, তাহলে বেঁচে থাকার কোনও মানেই হয় না | আমি ডিগ্রি নিয়ে দেশে ফিরবো- কর্ম আর অবকাশের মধ্যে সমান তাল রেখে নতুন জীবন গড়ে তুলবো |

সফলতার মধ্যে যদি শান্তি না থাকে, তাহলে সেই সফলতা মূল্যহীন |
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৪৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast