www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তখন টাকা ছিল না

তখন টাকা ছিল না...
জলে নেমে সাঁতার শিখছি,
রোজ রোজ প্রচুর জল খাচ্ছি, খেতে ইচ্ছে না হলেও |
দু চারজন চেনা বন্ধু সেই যে ডুব দিলো আর উঠলো না |
পরিবারের কথা ভেবে আমি জল থেকে উঠিওনি, ডুবও দিই নি...
তুমি তখন অট্টহাসি হেসেছিলে, মনে পড়ে |

তারপর দিন গেল, মাস গেল, বছর গেল...
পটু সাঁতারু হলাম- সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে
হাতে পেলাম গুপ্তধন!
তুমি আমায় যোগ্য নম্বর দিলে-
মনে হয় গুপ্তধনকে ভালোবেসে, আমাকে ভালোবেসে নয় |
কিন্তু আমি মুখ ফিরিয়ে নিলাম
কারণ তোমার যোগ্যতাকে আমি কোনও নম্বর দিতে পারবো না!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast