পেটের জ্বালা
পেটের জ্বালা পরিশ্রম করতে শেখায়-
তা হেড অফিসের বড় বাবুই হোক
বা লেকের ধরে স্নো পাউডার মেখে
সন্ধ্যার অন্ধকারে বসে থাকা তরুণী |
এ পরিশ্রম শুধু উর্বর মস্তিষ্কের সম্পদ নয়-
এদের গরু ওদের বাগানের গাছ নষ্ট করেছে:
ফলাফল লাঠির আঘাত...
পেটের জ্বালা পরিশ্রম করতে শেখায়-
শেখায় লাঠি ঝাঁটা খেতে:
যার জ্বালা পেটের জ্বালার থেকেও ভয়ঙ্কর |
পেটের জ্বালা মেটাতে ওপর তলার জুতো খেতে হয়
কিন্তু জুতো খেলে পেট ভরে না-
এতে বাঁচার খিদে বাড়ে-
শ্রেণী সংগ্রাম মন পেট দুটোই ভরায়!
তা হেড অফিসের বড় বাবুই হোক
বা লেকের ধরে স্নো পাউডার মেখে
সন্ধ্যার অন্ধকারে বসে থাকা তরুণী |
এ পরিশ্রম শুধু উর্বর মস্তিষ্কের সম্পদ নয়-
এদের গরু ওদের বাগানের গাছ নষ্ট করেছে:
ফলাফল লাঠির আঘাত...
পেটের জ্বালা পরিশ্রম করতে শেখায়-
শেখায় লাঠি ঝাঁটা খেতে:
যার জ্বালা পেটের জ্বালার থেকেও ভয়ঙ্কর |
পেটের জ্বালা মেটাতে ওপর তলার জুতো খেতে হয়
কিন্তু জুতো খেলে পেট ভরে না-
এতে বাঁচার খিদে বাড়ে-
শ্রেণী সংগ্রাম মন পেট দুটোই ভরায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০২/২০২০ভালো
-
অভিমানী ছেলে ১০/০২/২০২০nice writing
-
ফয়জুল মহী ০৯/০২/২০২০সাবলীল, সুন্দর উপস্থাপন
-
আরাফাত বিন হাসান ০৯/০২/২০২০বাস্তবতার প্রতিফলন!
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৯/০২/২০২০বাস্তব কথা মালা ।