www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুক্ত ও ডুবুরি

'কেউ কোনও দিনও আমার কাছে ঘেঁষতে সাহস পায় নি-
ও ছাড়া | ওর ইচ্ছেতেই আমি গান গাই |
ওর ঠাকুরদাদার কাছে আমি গান শিখতাম' |

সূর্যকে মুছে দেয় পূর্ণসূর্যগ্রহণ |
পূর্ণিমার চাঁদও অমাবস্যা দেখায় |
নক্ষত্রলোকের তারারা খসে পড়ে যত্রতত্র...
কিন্তু প্রাণের চঞ্চলতা সৃষ্টির উল্লাসের মতো
বহমান নদী হয়ে বয়ে চলে আজীবন |
ভালোবাসাও ঠিক তাই- যে ভালোবাসা বোঝে,
সে জানে অতল তলের ঝিনুক আর মুক্তর গল্প |

নারী স্বাধীনতাকে লোক বৃথা সন্দেহ করে
আর ঝিনুকের ভিতর থাকা মুক্তর খোঁজে
ডুবুরি সাহস করে সমুদ্রে ঝাঁপ দেয় |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast