শূন্যতা
চলে গেছে সে আল পথ দিয়ে দূর বহু দূরে...
রাতের শিলাবৃষ্টি ম্লান করে দেয় ধানের সোনালী |
দিন জেগে থাকে আফিমের নেশা করে
আর রাত ঘুমিয়ে পড়ে নিস্তব্ধতার ঠেকে |
আপশোস জেগে ওঠে, গাল পাড়ে, অভিশাপ দেয়,
আবার নিজেকে হীন ভাবে...
ওকে সিঁদুর আর লাল শাড়িতে দেখা হল না |
আলপথের আলতার ছাপ চেটে যায় ঘন কুয়াশার দিশাহীন চোখ!
নতুন আশা জাগে সদ্যোজাতর কান্নার মতো...
সময়ের ঘন্টা কবে কাটাবে শূন্যতা?
রাতের শিলাবৃষ্টি ম্লান করে দেয় ধানের সোনালী |
দিন জেগে থাকে আফিমের নেশা করে
আর রাত ঘুমিয়ে পড়ে নিস্তব্ধতার ঠেকে |
আপশোস জেগে ওঠে, গাল পাড়ে, অভিশাপ দেয়,
আবার নিজেকে হীন ভাবে...
ওকে সিঁদুর আর লাল শাড়িতে দেখা হল না |
আলপথের আলতার ছাপ চেটে যায় ঘন কুয়াশার দিশাহীন চোখ!
নতুন আশা জাগে সদ্যোজাতর কান্নার মতো...
সময়ের ঘন্টা কবে কাটাবে শূন্যতা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০২/০২/২০২০সুন্দর লেখা। কিছু শূন্যতা চিরকাল থেকেই যায় যা আর কখনও পূর্ন্যতা পায় না।
-
ফয়জুল মহী ০২/০২/২০২০Excellent
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০২/০২/২০২০খুব ভালো লেখা ।