তবে আজ
মনে আজ আকাশের উদারতা...
মিথ্যের মুখে কুলুপ এঁটে বসে আছি!
প্যাঁচে ফেলার পাপ দূরের কথা-
ক্ষতি সাধনও হাজার মাইল দূরে |
ব্যবহার জুঁই ফুলের ঘন্ধে ভরপুর |
সাহসের কপালে সততার তিলক-
বিবেকের ভয়ে কাঁপি, অন্যায়কে চোখ রাঙাই,
ভাগ করে খাই, হাত বারবার অবকাশ পাই...
বলতে পারেন আপনারা,
ফুল বেলপাতা কিনে আমার কী লাভ?
মন্ত্র তন্ত্র দীক্ষা যদি এতে না হয়,
তবে আজ কলির ঘনঘটা |
মিথ্যের মুখে কুলুপ এঁটে বসে আছি!
প্যাঁচে ফেলার পাপ দূরের কথা-
ক্ষতি সাধনও হাজার মাইল দূরে |
ব্যবহার জুঁই ফুলের ঘন্ধে ভরপুর |
সাহসের কপালে সততার তিলক-
বিবেকের ভয়ে কাঁপি, অন্যায়কে চোখ রাঙাই,
ভাগ করে খাই, হাত বারবার অবকাশ পাই...
বলতে পারেন আপনারা,
ফুল বেলপাতা কিনে আমার কী লাভ?
মন্ত্র তন্ত্র দীক্ষা যদি এতে না হয়,
তবে আজ কলির ঘনঘটা |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০২/২০২০খুব ভালো রচনা
-
পি পি আলী আকবর ০১/০২/২০২০ভালো